সেতুতে টোল চাওয়ায় দায়িত্বরত ৬ কর্মীকে বেধড়ক পে'টাল ছাত্রলীগ নেতারা

কুষ্টিয়া মাস-উদ রুমী সেতু টোলপ্লাজায় ছাত্রলীগ কর্মীরা তুলকালাম কা'ণ্ড ঘটিয়েছেন। টোল চাওয়ায় ওই টোল প্লাজায় কর্তব্যরত ৬ কর্মীকে বেধড়ক পি'টিয়েছে ছাত্রলীগের কর্মীরা। এতে ওই টোল প্লাজার ৬ কর্মী আ'হত হয়েছেন। আজ শুক্রবার ১৯ আগস্ট সকাল ১১টার দিকে এ ঘটনা। এ ঘটনায় ছাত্রলীগেরও কয়েকজন কর্মী আ'হত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রলীগ। আ'হতদের কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। যদিও পু'লিশের দাবি ঘটনা তুচ্ছ তেমন কিছুই ঘটেনি।

এদিকে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ সকাল ১১টার দিকে কুষ্টিয়া শহরে জে'লা ছাত্রলীগের একটি আলোচনা সভায় অংশ নিতে কুমা'রখালী থেকে ছাত্রলীগের একদল নেতাকর্মী মোটরসাইকেল যোগে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়। মাছ-উদ রুমী টোল প্লাজায় পৌঁছলে সেখানে দায়িত্বরত একজন কর্মী একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করে।

এসময় পেছন থেকে আরও ৩০ থেকে ৪০টি মোটরসাইকেল এসে পৌঁছে ঘটনাস্থলে। তাতে ছাত্রলীগের দুই থেকে তিনজন করে কর্মী ছিলেন মোটরসাইকেলে। মোটরসাইকেল থেকে নেমেই টোল প্লাজায় দায়িত্বরত কর্মীদের ওপর চড়াও হয় এবং লা'ঠিসোটা, কিলঘুসিসহ মা'রধর শুরু করে। অন্য একটি ভিডিও ক্লিপে দেখা গেছে টোলঘরে আদায়করা অর্থ একটি গামলা থেকে তুলে নিচ্ছে একজন। এসময় সেখানে দায়িত্বরত একজনকে পে'টানো হচ্ছে।

এ বিষয়ে টোলপ্লাজায় দায়িত্বরত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাইক্রো ডাইনামিকের ম্যানেজার শামীম আহমেদ জানান, সকাল ১১টার দিকে একটি মোটরসাইকেলে আসা যুবকের কাছ থেকে টোল চাইলে ওই মোটরসাইকেলে থাকা যুবক টোল আদায়কারীর ওপর চড়াও হয় এবং পেছন থেকে ৩০-৪০টি মোটরসাইকেল যোগে আসা যুবক এসে অ'তর্কিত হা'মলা চালায় টোল আদায়কারীদের ওপর। এ ঘটনায় অন্ততপক্ষে ৬ টোল আদায়কারী আ'হত হন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতা'লে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানায়, কিছু টাকাও ছিনিয়ে নেয় ওই যুবকরা। হা'মলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী।

এদিকে কুষ্টিয়া জে'লা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ জানান, বিষয়টি শুনেছি। তবে আমা'র কর্মীদের ওপর টোল প্লাজায় দায়িত্বরত কর্মীরা হা'মলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী আ'হত হয়েছেন বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে কুমা'রখালী থা'নার অফিসার ইনচার্জ কাম'রুজ্জামান তালুকদার জানান, বিষয়টি শুনেছি তবে ঠুনকো ঘটনা। এখন পর্যন্ত কোনো অ'ভিযোগ পাইনি।

Back to top button
error: Alert: Content is protected !!