দাঁড়িয়ে থেকে পর'কী'য়া প্রে'মিকের সঙ্গে স্ত্রী'র বিয়ে দিলেন স্বামী
চরম বাস্তবতা হার মানায় সিনেমাকেও। এই কথাই প্রমাণ করলেন এক যুবক। তার নিজের স্ত্রী'কে প্রে'মিকের সঙ্গে বিয়ে দিয়েছেন তিনি। ভা'রতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া বড়জোড়ার শালগাড়ায় ঘটেছে এ ঘটনা। স্ত্রী'র প্রে'মিকের সঙ্গে বিয়ের ঘটনায় শালগাড়াতে চাঞ্চল্য পড়ে গেছে।
এদিকে স্থানীয়রা জানান, শালগাড়া গ্রামের বাসিন্দা রাখি বাগদির বিয়ে হয় আউসগ্রামের অ'ভিরামপুরের প্রদীপ বাগদির সঙ্গে। ২০১৭ সালে তাদের বিয়ে হওয়ার পর বর্তমানে তাদের একটি তিন বছরের বাচ্চা রয়েছে।
ওই নারী শালগাড়া গ্রামেরই সুরেশ বাউরির সঙ্গে বিবাহবহির্ভূত স'ম্পর্কে জড়িয়ে পড়ের। স্বামী তার স্ত্রী'র স'ম্পর্কটি জানতে পরেন। তাই তিনি স্ত্রী'র সেই প্রে'মিকের সঙ্গে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ের ব্যবস্থা করেন। স্ত্রী'র বিয়ে দিয়ে তিনি নিজ বাড়ি আউসগ্রামে ফিরে যান।