একটি ভোল মাছ বিক্রি হলো প্রায় ২ লাখ টাকায়!
বাগেরহাটের কেবি বাজারে একটি ভোল মাছ এক লাখ ৯০ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ১৯ কেজি।
শুক্রবার সকালে কেবি বাজার সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্রের অনুপ কুমা'রের আড়তে এ মাছটি বিক্রি হয়।
ব্যবসায়ী মো. অলিল খলিফা মাছটি কিনেন। বিরল প্রজাতির মাছটি প্রতি কেজি মূল্য পড়েছে ৯ হাজার ৭৪৩ টাকা। এ সময় উৎসুক লোকজন দামি মাছটি দেখতে ভিড় করেন।
বঙ্গোপসাগরে বুধবার রাতে বরগুনা জে'লার পাথরঘাটা এলাকার মাছ ব্যবসায়ী মাসুমের জালে মাছটি ধ'রা পড়ে।
ট্রলারের মাঝি জাফর বলেন, সাগরে আবহাওয়া খা'রাপ থাকায় ইলিশ জালে ধ'রা পড়ছে না। তাই বাড়ি ফেরার শেষ মুহূর্তে সাগরে জাল ফেলা হয়। রাতে জাল টানার সময় ভোল মাছটি পাই। এত বড় মাছ পেয়ে ট্রলারের সবাই খুশি হয়েছেন। কারণ এ মাছের দাম অনেক।
ক্রেতা মো. অলিল খলিফা বলেন, ভোল মাছটি এক লাখ ৯০ হাজার টাকায় কিনেছি। মাছটি চট্টগ্রামে পাঠানো হবে। আশা করি ৫০ হাজার টাকা লাভ করতে পারব।
বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার সমিতির সভাপতি শেখ আবেদ আলী বলেন, ভোলা মাছ খুবই কম পাওয়া যায়। বছরে দুই-একটি মাছ পাওয়া যায়। মূলত মাছের প্যাটা ও বালিশের কারণে দাম বেশি। আম'রা শুনেছি এগুলো দিয়ে মেডিসিন তৈরি হয়।