সরকারের চেয়ে শক্তিশালী কেউ নেই: তথ্যমন্ত্রী

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারের চেয়ে শক্তিশালী কেউ নেই। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পরিবেশবান্ধব মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে। সরকারি জায়গা জঙ্গল সলিমপুর ও আলিনগরে যেসব অ'বৈধ স্থাপনা রয়েছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে সরানো হবে।

আজ শুক্রবার ১৯ আগস্ট দুপুরে মন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জে'লার জঙ্গল সলিমপুর ও তৎসংলগ্ন মৌজাসমূহের খাস জায়গায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নিমিত্তে মাস্টারপ্ল্যান প্রণয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অ'তিথির বক্তব্যে এসব কথা বলেন।

এদিকে মতবিনিময় সভা শেষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামের ক্যান্সার, কিডনি, লিভা'র সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আ'ক্রান্ত ৩২০জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন ড. হাছান মাহমুদ।

এ সময় চট্টগ্রামের জে'লা প্রশাসক মোহাম্ম'দ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, সংসদ সদস্য দিদারুল আলম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

Back to top button
error: Alert: Content is protected !!