আইফোন ফিরিয়ে দেওয়া রিকশাচালককে পুরস্কৃত করবেন মেয়র আতিক

এক মা'র্কিন নাগরিকের আইফোন পেয়ে তা ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করায় রিকশাচালক আমিনুল ইস'লামকে পুরস্কৃত করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইস'লাম।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মেয়রের একান্ত সচিব ফরিদ উদ্দিন।

তিনি জানান, একজন রিকশাচালক আমিনুল যে সততা দেখিয়েছেন, তা একটি দৃষ্টান্ত। আমিনুলের সততাকে সম্মান জানাতে ও এ ধরনের কাজে অন্যদের উৎসাহিত করতে তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছেন মেয়র আতিকুল ইস'লাম। শিগগিরই তার হাতে পুরস্কার তুলে দেবেন মেয়র।

এর আগে, ৫ আগস্ট রিকশায় যাত্রী বসার গদির ফাঁকে বন্ধ অবস্থায় তিনি একটি মোবাইল (আইফোন ১৩ প্রো ম্যাক্স) পান। ৯ আগস্ট পু'লিশের মাধ্যমে মোবাইলটি তিনি মালিকের কাছে ফিরিয়ে দেন।

Back to top button
error: Alert: Content is protected !!