অবশেষে ক্ষমা চাইলেন ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি
এবার ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা'র একটি রেকর্ড ভাই'রাল হয়। এতে একটি কক্ষের ভেতরে ডেকে নিয়ে হলে থাকা ছা'ত্রীদের অকথ্য ভাষায় গালাগালি করতে শোনা যায়। সেই কল রেকর্ড ফাঁ'সের পরই তামান্না জেসমিন রিভা এক ফোসবুক পোস্টের মাধ্যমে ক্ষমা চেয়েছেন।
পোস্টে তিনি লিখেন, ‘ইডেন কলেজ ছাত্রলীগের প্রতিটি কর্মীর সঙ্গে আমা'র আত্মা'র স'ম্পর্ক। এরা আমা'র পরিবারের সদস্য ছাড়া অন্য কিছু নয়। একান্ত ব্যক্তিগত পরিবেশে হলেও দায়িত্বশীল জায়গা থেকে অসংযত ভাষার প্রয়োগ আমা'র অ'প'রাধ হয়েছে বলে আমি স্বীকার করছি। বাংলাদেশ ছাত্রলীগ আমাকে এমন শিক্ষা দেয় না তাই সংগঠনের প্রতি আমি ক্ষমাপ্রার্থী।’
এদিকে ১০ ঘন্টায় ঐ স্ট্যাটাসে দুই হাজারের বেশী মানুষ রিয়েক্ট দিয়েছে। ৮৮ জন মন্তব্য করেছেন এবং ১১জন শেয়ার দিয়েছে ৷ এর আগে গতকাল এ নিয়ে ‘এক পায়ে পাড়া দিমু, আরেক পা টাইনা ছিঁড়া ফেলমু’ শিরোনামে জাগো নিউজে সংবাদ প্রকাশিত হয়।
এর আগে অডিও’র বিষয়ে জানতে চাইলে গতকাল শুক্রবার রাতে তামান্না জেসমিন রিভা বলেছিলেন, ‘মে'য়েরা প্রোগ্রামে যায়নি। তাই তাদের একটু বলতে আসছিলাম। তারা প্রোগ্রাম না করায় তাদের রুম থেকে শিফট করার কথা বলছি। এখন এ বিষয়টি যদি সাংবাদিকরা নিউজ করে, তাহলে আর কী' বলার? হল প্রশাসন তো আর সবাইকে রুম চেঞ্জ করাতে পারবে না। এটা আমা'র দেখভাল করা রুম। আমি এখানে যেভাবে ভাল হবে, সেভাবে শিফট করাবো। এটা আমা'র এখতিয়ার।’