পররাষ্ট্রমন্ত্রীকে গ্রে'প্তারের দাবি
‘শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভা'রতকে অনুরোধ করেছি’ পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহী অ'প'রাধ। এ জন্য তাকে গ্রে'প্তার করে রাষ্ট্রদ্রোহিতার শা'স্তি দেওয়ার দাবি জানিয়েছেন ইস'লামী আ'ন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্ম'দ রেজাউল করীম (চরমোনাই পীর)।
শুক্রবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
চরমোনাইর পীর বলেন, পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার স্বীকৃতি। তিনি জনগণের র'ক্তে কেনা অধিকারের সাথে গাদ্দারি করেছেন, একই সাথে তিনি রাষ্ট্রদ্রোহী অ'প'রাধ করেছেন। তাই পররাষ্ট্রমন্ত্রীকে অনতিবিলম্বে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করে রাষ্ট্রীয় স্বার্থ লঙ্ঘন ও রাষ্ট্রের সাথে বিশ্বা'স ঘা'তকতার দায়ে গ্রে'প্তার করে রাষ্ট্রদ্রোহিতার শা'স্তি দিতে হবে।
তিনি আরও বলেন, সরকার যদি এটা না করে তাহলে প্রমাণ হবে, তার এই বক্তব্য সরকারের দালালি মনোভাবের বহিঃপ্রকাশ এবং আওয়ামী সরকার দেশের সংবিধান, দেশের সার্বভৌমত্ব ও ৭১ এর মুক্তিযু'দ্ধের সাথে গাদ্দারি করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। তাই যদি হয় তাহলে ইস'লামী আ'ন্দোলন বাংলাদেশ এই সরকারকে মীর জাফর, লেন্দুপ দর্জি ও মোনায়েম খানদের পরিণতি স্ম'রণ করিয়ে দিতে চায়।