বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করা ভর্তি পরীক্ষার্থীদের দেশের দায়িত্বে দেখতে চান না মিলন
বিনা টিকিটে ইন্টারসিটি বা নন-স্টপ ট্রেন দখল করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের নিয়ে ক্ষোভ-হতাশা প্রকাশ করেছেন অবসরপ্রাপ্ত অ'তিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। সম্প্রতি এ বিষয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে তিনি বলেন, বিনা টিকিটে ইন্টারসিটি বা নন-স্টপ ট্রেন দখল করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবার এ প্রেকটিসে আমি অ'ভিভূত! এরপর ট্রেন থেকে নেমে বিজয় উল্লাস করে নেমে যাবার জয়গানে আমি বিমোহিত!
কাজী নজরুল ইস'লামের কবিতার একটি লাইন তুলে ধরে তিনি বলেন, ‘বল বীর, বল উন্নত মম শির’। এটুকু প্রার্থনা করি, ভবিষ্যতে যেন কোন পর্যায়েই দেশ ও সমাজের দায়িত্ব তোমাদের উপর না যায়। আল্লাহ রক্ষা করুন আমাদের।
এরপর তার স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, সাফাই গাওয়ারাও একই অ'প'রাধে অ'প'রাধী। আল্লাহপাক এদের হাত থেকেও রক্ষা করুন আমাদের। অনেক ভাল বাবা মায়ের বাচ্চা আছে, যারা দরকার হলে হামাগুড়ি দিয়ে পরীক্ষা দিতে যাবে, তবুও এতবড় অন্যায় করবে না।