হ'জ থেকে ফিরে সিনেমা'র পারিশ্রমিক দাবি নায়িকার

চলতি বছর পবিত্র হ'জ পালন করেছেন নবাগত নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। হ'জে যাওয়ার পর গুঞ্জন চাউর হয় অ'ভিনয় ছেড়ে দিচ্ছেন তিনি। তবে সালওয়া তখন জানিয়েছিলেন এমন কিছুই না। আগের মতোই অ'ভিনয় চালিয়ে যাবেন তিনি।

হ'জ শেষে দেশে ফিরে অনেকটাই চুপ ছিলেন এই সুন্দরী। তবে শনিবার (২০ আগস্ট) ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সালওয়া। সেখানে তিনি ‘বুবুজান’ সিনেমায় অ'ভিনয়ের জন্য পারিশ্রমিক দাবি করেছেন।

শান্ত খানের নায়িকা লিখেছেন, কোনো প্রযোজনা সংস্থার কারও ব্যক্তিগত সমস্যার দায়ভা'র কি আর্টিস্ট এর!!! পরিচালক শামিম আহমেদ রনি পরিচালিত ‘বুবুজান’ ফিল্মের শুটিং ও ডাবিং শেষ হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও শাপলা মিডিয়া সংশ্লিষ্ট কেউ আর্টিস্ট-এর পেমেন্ট ক্লিয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করছেন না। আমি যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। অথচ তাদের অন্যান্য সকল কার্যক্রম অব্যাহত রয়েছে ! এ ধরনের অ'পেশাদার আচরণ কখনোই কাম্য নয়।

উল্লেখ্য, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’র পর কয়েকটি সিনেমায় কাজ করছেন সালওয়া। তার অ'ভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা'র মধ্যে রয়েছে ‘বীরত্ব’, ‘বুবুজান’ ও ‘এই তুমি, সেই তুমি’।

Back to top button
error: Alert: Content is protected !!