দর্শকরা গালি দেবেন, তাই নিজের সিনেমা'র মুক্তি চাইছেন না মাহি

একজন অ'ভিনয়শিল্পী নিজেই চাইছেন না তার সিনেমা মুক্তি পাক, এমন ঘটনা সচরাচর শোনা যায় না। বরং এর বিপরীত চিত্রই দেখা যায় সবসময়। তবে এবার ঢাকাই সিনেমা'র চিত্রনায়িকা মাহিয়া মাহির ক্ষেত্রে এমন কিছুই ঘটেছে। সরকারি অনুদানে নির্মিত ‘আশীর্বাদ’ সিনেমায় অ'ভিনয়ের পর এই নায়িকা নিজেই চাইছেন না তার সিনেমাটি মুক্তি পাক।

মুলত এই সিনেমাটি নিয়ে প্রযোজক ও অ'ভিনেতা-অ'ভিনেত্রী পাল্টাপাল্টি অ'ভিযোগ তুলেছেন নিজেদের বি'রুদ্ধে। সম্প্রতি সিনেমাটির একটি সংবাদ সম্মেলন করেন প্রযোজক জেনিফার। কিন্তু সেখানে ছবির নায়িকা মাহি বা নায়ক রোশান কাউকেই ডাকেননি। তার অ'ভিযোগ, মাহি ও রোশান সিনেমা'র পোস্টার ফেসবুকে শেয়ার দেননি। এ কারণে তাদের ওপর ক্ষুব্ধ হয়েছেন তিনি। একইসঙ্গে তাদের বি'রুদ্ধে বেশকিছু অ'ভিযোগ তোলেন জেনিফার।

এরপর পাল্টা সংবাদ সম্মেলন করেন মাহিয়া মাহি, রোশান ও সিনেমাটির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। সেখানে তারা পুরো সিনেমা'র অ'ভিজ্ঞতা তুলে ধরেন। মাহিয়া মাহি বলেন, ২০১২ সালে আমা'র প্রথম সিনেমা মুক্তি পেয়েছে। সেই থেকে এখন পর্যন্ত অনেক সিনেমায় কাজ করেছি। অনেক প্রযোজক, পরিচালকের সঙ্গে কাজ করেছি। কারও সঙ্গে খুব ভালো অ'ভিজ্ঞতা হয়েছে, কখনো তিক্ত অ'ভিজ্ঞতাও হয়েছে। কিন্তু এই সিনেমা'র মতো এত তিক্ত অ'ভিজ্ঞতা কখনোই হয়নি।

আগামী ২৬ আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটি। নিজের বাজে অ'ভিজ্ঞতার কথা শেয়ার করে মাহি চাইছেন না এই সিনেমাটি মুক্তি পাক। কারণ হিসেবে এই নায়িকা বলেন, ‘এখন মুক্তি দিলে গোঁজামিলে ভরা একটা ছবি মুক্তি দেওয়া হবে। কারণ, ছবিটির এখনো একটি রোমান্টিক গান বাকি আছে। পরে শুনেছি, সেটি নাকি শুটিংয়ের আমা'র আর রোশানের বিভিন্ন ফুটেজ ব্যবহার করে গানটি বানানো হয়েছে। এভাবে ছবিটি মুক্তি দিলে দর্শকরা ছি ছি করবেন। তাই আমি চাই ছবিটি মুক্তি না পাক।’

জোড়াতালি দিয়ে সিনেমা'র শুটিং শেষ করা হয়েছে বলে অ'ভিযোগ মাহিয়া মাহির। অ'গ্নি খ্যাত এই নায়িকা বলেন, ‘একটি সিনেমা ১০–১৫ দিন শুটিং হয়েছে। তাহলে ভাবুন কী' হয়েছে সেটি। জোড়াতালি দিয়ে ছবিটির শুটিং শেষ করেছেন প্রযোজক। এখানে প্রযোজকের তো কোনো সমস্যা নেই। তিনি তো অনুদানের দেওয়া টাকা থেকে লাভ করে ফেলেছেন। এখন সিনেমা'র কী' হলো না হলো তা তার দেখার দরকার নেই। সমস্যা হবে আমাদের শিল্পীদের। কারণ, দর্শক ছবিটি দেখতে বসে আমাদের গালি দেবেন।’

Back to top button
error: Alert: Content is protected !!