রাজধানীতে ট্রেনে কা'টা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম নি'হত

রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনে কা'টা পড়ে ফখরুল ইস'লাম (৫৯) নামে বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ মহাব্যবস্থাপক নি'হত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘ'টনা ঘটে।

নি'হত ফখরুল ইস'লাম বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ মহাব্যবস্থাপক হিসেবে কর্ম'রত ছিলেন। তার বাড়ি জামালপুরের মেলান্দহ উপজে'লার ঝাইপাড়া গ্রামে। পরিবার নিয়ে তিনি রাজধানীর ওয়ারীতে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থা'নার উপ পরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ জানান, সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুরগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের নিচে কা'টা পড়েন ফখরুল ইস'লাম। এতে ঘটনাস্থলেই মৃ'ত্যু হয় তার। পরে খবর পেয়ে তার লা'শ উ'দ্ধার করে রেলওয়ে থা'নায় নিয়ে যাওয়া হয়। ময়নাত'দন্তের জন্য নি'হতের ম'রদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতা'লের ম'র্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ঢাকা রেলওয়ে থা'নার উপ পরিদর্শক।

Back to top button
error: Alert: Content is protected !!