ইস'লামের জন্য শেখ হাসিনার সরকার যা করেছে তা অন্য কেউ করেনি: তথ্যমন্ত্রী
আজ বিকেলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে ইস'লামের জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার যে কাজ করেছে, অন্য কোনও সরকার তা করেনি। শুধু মুখে ইস'লামের কথা বলে ফায়দা লোটা বিএনপি-জামাতসহ ইস'লামের লেবাস ধরে যারা ইস'লাম ও দেশের ক্ষতি করতে চায়, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
আজ শনিবার ২০ আগস্ট বিকেলে রাজধানীর গু'লিস্তানে মহানগর নাট্যমঞ্চে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী' ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইউনাইটেড ইস'লামী পার্টির আলোচনা সভা’য় প্রধান অ'তিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় বলেন, দীর্ঘ মুক্তিসংগ্রাম ও মুক্তিযু'দ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করার পর বঙ্গবন্ধু যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন বঙ্গবন্ধুকে হ'ত্যা করা হয়। যে দেশীয় অ'পশক্তি স্বাধীনতা চায়নি এবং যে আন্তর্জাতিক শক্তি ১৯৭১ সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে হ'ত্যা করা হয়েছিল।
তথ্যমন্ত্রী আরও বলেন, যারা স্বাধীনতা চায়নি তারা ইস'লামের কথা বলে দেশের লক্ষ লক্ষ নিরীহ মু'সলমানকে হ'ত্যা করেছে। মুক্তিযু'দ্ধে ৩০ লক্ষ শহীদের মধ্যে ২৯ লক্ষ বা তার বেশি মানুষ মু'সলমান। ইস'লাম রক্ষার কথা বলে নারীদের পা'কিস্তানিরা ধরে নিয়ে গিয়েছিল, তাদের ‘গণিমতের মাল’ বলে ফতোয়া দিয়েছিল। বাংলাদেশের পক্ষ নেওয়ায় গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল। অথচ এদেশের হিন্দু, মু'সলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যু'দ্ধ করেছে।
হাছান মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ইস'লামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। ইস'লামী দেশগুলোর সংস্থা ওআইসি’র সদস্য হয়েছিলেন। দাবি তুলেছিলেন বাংলাদেশকে পা'কিস্তানের স্বীকৃতি দিতে হবে। আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ইস'লামের জন্য অভূতপূর্ব অবদান রেখে চলেছেন। কওমি মাদ্রাসার স্বীকৃতি অন্য কেউ দেয়নি, ইস'লামী আরবি বিশ্ববিদ্যালয় অন্য কেউ প্রতিষ্ঠা করেনি, জে'লা-উপজে'লায় ম'সজিদ-মক্তব নির্মাণ করে ই'মাম, প্রশিক্ষকদের বেতন-ভাতা অন্য কেউ দেয়নি, বঙ্গবন্ধুকন্যা ও তার সরকার দিয়েছে।
এ সময় তথ্য মন্ত্রী জানান, দেশে প্রায় এক লাখ ম'সজিদভিত্তিক মক্তব প্রতিষ্ঠা, মক্তবপ্রতি শিক্ষককে মাসে পাঁচ হাজার দুইশত টাকা ভাতা দেওয়া, পাশাপাশি বিশ হাজার দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসাকে ১২ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া শেখ হাসিনা নিজ উদ্যোগে চালু করেছেন।