তিন কেজির ‘রাজা ইলিশ’ ৪ হাজারে বিক্রি
মাঝি শফিকুল ইস'লাম জানান, বিশাল আকৃতির রাজা ইলিশের খুব একটা দেখা মেলে না। তাই এমন ইলিশ শিকার করতে পেরে খুশি তিনি। ইলিশটি ঘাটে আনার পর দেখতেও ভিড় জমিয়েছেন অনেকে। পরে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলি উল্যাহ কাজরের মালিকানাধীন আড়তে চার হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি করা হয়। ভোলার মনপুরায় মেঘনায় জে'লের জালে ধ'রা পড়েছে তিন কেজি ওজনের রাজা ইলিশ। শনিবার (২০ আগস্ট) মাঝি শফিকুলের জালে ওই ইলিশটি ধ'রা পড়ে।
তিনি আরও জানান, শনিবার ভোরে চরপিয়ালসংলগ্ন মেঘনায় জাল ফেলে ১২০টি ইলিশ পান। এর সঙ্গেই ধ'রা পড়ে তিন কেজি ৫০ গ্রাম ওজনের একটি ইলিশ। জে'লেরা এমন বড় ইলিশকে রাজা ইলিশ বলে থাকেন। তবে বড় ইলিশটি চার হাজার ২০০ টাকায় কেনার কথা নিশ্চিত করেছেন বেপারী মিজান শেখ। তিনি জানান, ইলিশটি লঞ্চে ঢাকার যাত্রাবাড়ী মোকামে পাঠানো হয়েছে।
মনপুরা উপজে'লা মৎস্য কর্মক'র্তা ভিক্টর বাইন জানান, বড় সাইজের ইলিশ পাওয়া ভালো লক্ষণ। সাগর থেকে বড় বড় ইলিশ আসা শুরু করেছে। এতে মেঘনার ইলিশের আকাল কে'টে যাবে।