দেড় বছরের মে'য়েকে স্কেটিং শেখাচ্ছেন অ'পি করিম
দেশের খ্যাতিমান অ'ভিনেত্রী অ'পি করিম ও নির্মাতা-স্থপতি এনামুল করিম নির্ঝর দম্পতির প্রথম সন্তান রশ্মি রুয়াইদা করিম। বয়স দেড় বছর। এই বয়সেই মে'য়েকে নিজ হাতে ধরে স্কেটিং শেখাচ্ছেন অ'পি করিম।
সোশ্যাল মিডিয়ায় অ'পি লিখেছেন, ‘আমাদের সন্তানেরা মুঠোফোনের দিকে বেশি ঝুঁকছে। কিছু করার নেই, আমাদের জীবনযাপন এই জিনিস ছাড়া সম্ভব না। কিন্তু সন্তানদের একটু বৈচিত্র্য দেওয়ার চেষ্টা করা যেতেই পারে। সুযোগ থাকলে স্কেটিং শেখাতে পারেন।’
তিনি জানান, ‘আমাদের যেসব শি'শুর জন্য একটু বিশেষ যত্নের প্রয়োজন হয়, তাদের বাবা-মা স্কেটিংয়ের বিষয়টা নিয়ে ভাবতে পারেন। আমি এ বিষয়ে অজ্ঞ, জানার আগ্রহ থাকলে আজাদ স্কেটিং ক্লাবে যোগাযোগ করতে পারেন।’