লক্ষ্মীপুরে স্কুলছা'ত্রীকে উ'ত্ত্যক্তের দায়ে পঞ্চাশোর্ধ একব্যক্তি কারাগারে
লক্ষ্মীপুরে নবম শ্রেণির এক স্কুলছা'ত্রীকে উ'ত্ত্যক্ত করার অ'ভিযোগে খোকন নামে পঞ্চাশোর্ধ একব্যক্তিকে ৩ মাসের কারাদ'ণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আ'দালত।
শরিবার (২০ আগস্ট) রাত ৯টার দিকে সদর উপজে'লা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় এ আদেশ দেন। শহরের তিতাখাঁ জামে ম'সজিদ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আ'দালত পরিচালনা করে এ আদেশ দেন তিনি।
এলাকাবাসী জানান, ওই ছা'ত্রী স্কুল শেষে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বাড়ির দিকে যাওয়ার পথে খোকন তাকে উ'ত্ত্যক্ত করে। পরে ওই ছা'ত্রী কা'ন্নাকাটি শুরু করলে স্থানীয়রা ওই ব্যক্তিকে আ'ট'ক করে পু'লিশে দেয়।
তারা আরও জানান, আ'ট'ককৃত খোকন তার দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আ'দালত তাকে ৩ মাসের কারাদ'ণ্ড দিয়েছেন।
লক্ষ্মীপুর সদর উপজে'লা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, খোকন তার অ'প'রাধ স্বীকার করায় ৩ মাসের বিনাশ্রম কারাদ'ণ্ড দেয়া হয়েছে।