‘দাওয়াত দিইনি বলে যারা রাগ করেছে, তাদের ওপর অ'ভিমান করেছি’
দেশীয় টেলিভিশনের জনপ্রিয় মডেল ও অ'ভিনেতা নিলয় আলমগীর। শনিবার (২০ আগস্ট) ছিল তার জন্ম'দিন। সবার ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। এদিন প্রিয়জনদের কেউ কেউ তাকে সারপ্রাইজ দিতে হাজির হয়েছিলেন।
প্রিয়জনদের নিয়ে জন্ম'দিন উদযাপনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নিলয়। তিনি লিখেছেন, ‘জন্ম'দিন আসলে নিজেকে খুব স্পেশাল মনে হয়। জন্ম'দিনে ফেসবুকের হোমপেইজটা আমিময় হয়ে যায়। কাছের মানুষ, দূরের মানুষ, পরিচিত, অ'পরিচিত অনেকে অনেক মাধ্যমে উইশ করেছেন। যতটুকু পেরেছি রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি, অনেককে দেওয়া হয়নি। যে যেখান থেকে আমাকে উইশ করেছেন সবাইকে আমা'র অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই।’
নিলয় আরও লেখেন, ‘ছবিতে যাদের দেখতে পাচ্ছেন তাদের কাউকেই দাওয়াত দেওয়া হয়নি। সবাই নিজে থেকে এসেছেন। দাওয়াত দিইনি বলে যারা রাগ করেছে, আমিও তাদের ওপর অ'ভিমান করেছি; আমাকে সারপ্রাইজ দিতে আসেনি বলে।’