হাওয়া সিনেমা বন্ধে আইনি নোটিশ
মুক্তির চার সপ্তাহে পা দিয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা হাওয়া। সিনেমা'র একটি দৃশ্যে দেখা যায় শালিক আ'ট'কে রাখা হয়েছে এ নিয়ে বন্য প্রা'ণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লংঘনের অ'ভিযোগ এনে সিনেমাটিন প্রদর্শন নিষিদ্ধে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সোমবার (২২ আগস্ট) সেন্সর বোর্ড বরাবরে এ নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।
এর আগে ‘হাওয়া’ চলচ্চিত্রের প্রদর্শন বন্ধের দাবি করে পরিবেশবাদী ৩৩টি সংগঠন। তাদের অ'ভিযোগের পরিপ্রেক্ষিতে সিনেমা হলে গিয়ে ‘হাওয়া’ দেখে বন অধিদফতরের বন্যপ্রা'ণী অ'প'রাধ দমন ইউনিট। গত ১১ আগস্ট রাজধানীর স্টার সিনেপ্লেক্সে দুপুর ২টার শোতে সিনেমাটি দেখেন ইউনিটের সদস্যরা।
সিনেমা দেখা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বন অধিদফতরের ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টর অসীম মল্লিক বলেন, সিনেমাটি আম'রা দেখেছি। এখানে একটি শালিক পাখি দেখানো হয়েছে। কিন্তু যেটা খাওয়া হয়েছে, সেটি আসলে শালিক পাখির মাংস কিনা, তার ত'দন্ত প্রতিবেদন অধিদফতরে পাঠাবো। এটি সত্যিকারের পাখি। বন্যপ্রা'ণী সংরক্ষণ নিরাপত্তা আইন এখানে লঙ্ঘন হয়েছে।
উল্লেখ্য, ‘হাওয়া’ সিনেমা'র পরিচালক মেজবাউর রহমান সুমনের বি'রুদ্ধে মা'মলা করেছে বন বিভাগের বন্যপ্রা'ণী অ'প'রাধ দমন ইউনিট। বন্যপ্রা'ণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লংঘনের অ'ভিযোগে গত বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আ'দালতে মা'মলা'টি করা হয়। সংস্থাটির বন্যপ্রা'ণী পরিদর্শক নারগিস সুলতানা মা'মলার বাদী হয়েছেন। মা'মলায় ২০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বন্যপ্রা'ণী অ'প'রাধ দমন ইউনিটের ওয়াইল্ডলাইফ পরিদর্শক অসীম মল্লিক।