জামিন পেলেন সম্রাট
অ'বৈধ সম্পদ অর্জনের অ'ভিযোগে দুদকের মা'মলায় ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন মঞ্জুর করেছেন আ'দালত। সোমবার ঢাকার বিশেষ জজ আ'দালত-৬ এর বিচারক আসাদ মো. আসিফুজ্জামানের আ'দালত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএসএমইউ) থেকে আ'দালতে সম্রাট'কে হাজির করা হয়।
সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী তার জামিনের শুনানি করেন। দুদকের আইনজীবী জামিনের বিরোধীতা করেন। উভ'য় পক্ষের শুনানি শেষে বিকেলে আ'দালতে জামিনের এ আদেশ দেন। একইদিন আ'দালত আ'সামিপক্ষের সময়ের আবেদন শেষ বারের মতো মঞ্জুর করে আগামী ১৯ সেপ্টেম্বর অ'ভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন।
এর আগে, গত ১০ এপ্রিল অ'স্ত্র মা'মলায় ঢাকার প্রথম অ'তিরিক্ত মহানগর দায়রা জজ ফায়সাল আতিক বিন কাদের এবং অর্থ পাচার মা'মলায় ঢাকার অ'তিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন জামিন মঞ্জুর করেন। পরদিন ১১ এপ্রিল ঢাকার সপ্তম অ'তিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার শুনানি শেষে দশ হাজার টাকা মুচলেকায় রমনা থা'নার মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মা'মলায় তার জামিন মঞ্জুর করেন।