ডিসিদের বিলাসীজীবন ত্যাগ করে জনগণের সেবা করার পরাম'র্শ দিল হাই'কোর্ট
এবার আ'দালত অবমাননার মা'মলায় কুষ্টিয়ার জে'লা প্রশাসক সতর্ক করে হাই'কোর্ট বলেছে, কোন ডিসি অফিসে সাধারণ মানুষ যেতে পারে না, কথা বলতে পারে না। ডিসিদের বিলাসীজীবন ত্যাগ করতে বলে জনগণের সেবা করার পরাম'র্শ দেয় হাই'কোর্ট। আজ সোমবার ২২ আগস্ট বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমান ও বিচারপতি কে এম রবিউল হাসানের হাই'কোর্ট বেঞ্চ কুষ্টিয়ার ডিসিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে।
তবে পু'লিশ সুপার, ব্র্যাক ব্যাংকের এমডি ও নিলামকৃত সম্পত্তি গ্রহণকারী ব্যবসায়ীকে ২৪ অক্টোবর শুনানির দিনে হাজির হতে বলা হয়েছে। হাই'কোর্ট এ সময় বলেন, ডিসি অফিসের পর্দা দিবেন না যেন বাইরে থেকে মানুষ আপনাদের দেখতে পারে।
গত ১১ আগস্ট আ'দালতের স্থগিতাদেশ থাকার পরও ১২৩ কোটি টাকার সম্পত্তি ১৫ কোটি টাকায় নিলামে বিক্রি করার ঘটনায় ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসাইন, কুষ্টিয়ার ডিসি মোহাম্ম'দ সাইদুল ইস'লাম, এসপি মো. খায়রুল আলম, সদর থা'নার ওসি মো. সাব্বিরুল আলম ও নিলামে সম্পত্তি নেওয়া ব্যবসায়ী আব্দুল রশিদকে তলব করেন হাই'কোর্ট। ২১ আগস্ট তাদের আ'দালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।