পুরুষের দরকার নেই, নিজেকেই বিয়ে করলেন অ'ভিনেত্রী
কোনো পুরুষকে নয়, নিজেকে নিজেই বিয়ে করলেন ভা'রতীয় টিভি অ'ভিনেত্রী কণিষ্কা সোনি। তার এমন কা'ণ্ডে অ'বাক নেটিজেনরা। বিষয়টিকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েন তিনি। এবার কটাক্ষকারীদের কড়া জবাব দিলেন এ অ'ভিনেত্রী।
ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় কণিষ্কা জানান, ‘কয়েক দিন থেকেই খেয়াল করছি, আমা'র নিজেকে বিয়ে করার সিদ্ধান্তে অনেকের মনেই প্রশ্ন জেগেছে। আমা'র মনে হয়, বিয়ে কেবল যৌ'নতার জন্য নয়, বরং ভালোবাসা-সততার জন্যই বিয়ের মতো সুন্দর স'ম্পর্ক। যদিও বিষয়গুলোর থেকে আমা'র বিশ্বা'স উঠে গিয়েছে। আর তাই একা বাঁ'চাই ভালো।’
তিনি আরও জানান, ‘অনেকেই মন্তব্য করেছেন, আমি গাঁজা বা ম'দের নে'শায় এমন সিদ্ধান্তের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছি। তাদের উদ্দেশে বলতে চাই, আমি ভা'রতীয় সংস্কৃতিতে বিশ্বা'সী। বিনোদন দুনিয়ার মানুষ হয়েও কখনও নে'শায় আসক্ত হইনি। নিজেকে বিয়ের সিদ্ধান্ত মন থেকেই নিয়েছি।’
প্রসঙ্গত, ‘দিয়া অউর বাতি হাম’, ‘দো দিল এক জান’, ‘দেব কা দেব মহাদেব’, ‘পবিত্র রিশতা’, ‘সঙ্কটমোচন মহাবলী হনুমান’-এর মতো নাট'কে অ'ভিনয় করেছেন কণিষ্কা সোনি।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস