‘বাজানের’ আকিকার ভিডিও প্রকাশ্যে আনলেন পরীমণি

গত ১০ আগস্ট এক ফুটফুটে ছে'লের জন্ম দিয়েছেন জনপ্রিয় নায়িকা পরীমণি। হালের ক্রেজ শরিফুল রাজ-পরীমণি দম্পতির প্রথম সন্তানের নাম রাখা হয়েছে ‘শাহীম মুহাম্ম'দ রাজ্য’।

প্রথম সন্তানে অনেক উচ্ছ্বসিত এই তারকা দম্পতি। হাসপাতাল থেকে নবজাতককে নিয়ে বাসায় ফেরার পরই আকিকা সম্পন্ন করেন রাজ-পরী।

গত ১৮ আগস্ট সোশ্যাল মিডিয়া ফেসবুকে রাজ-পরীর সন্তানের আকিকা করার বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

আর এবার একমাত্র পুত্রসন্তানের আকিকার ভিডিও প্রকাশ্যে আনলেন ‘রাজ্য’র অ'ভিনেত্রী মা পরীমণি।

মঙ্গলবার (২৩ আগস্ট) ভেরিফাইড ফেসবুক পেজে মাত্র ২ মিনিটের একটি ভিডিও পোস্ট করেন পরীমণি। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “বাজানের আকিকা।” এরপরই হ্যাশ ট্যাগ দিয়ে সন্তানের নাম লিখেছেন চিত্রনায়িকা।

অ'ভিনেত্রীর ভিডিওতে দেখা যায়, বাসার নিচে আকিকার জন্য দুটি ছাগল বাঁ'ধা। কিছুক্ষণ পর তা জ’বাই করার জন্য এক ব্যক্তি আসেন। তারপর কয়েকজন মাদরাসা ছাত্রদের কুরআনের সূরা পড়তে দেখা যায়।

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজের সূত্র ধরে কাছে আসেন পরীমণি ও রাজ। মাত্র সাত দিনের মা'থায় ২০২১ সালের ১৭ অক্টোবর গো'পনে বিয়ে করেন তারা। চলতি বছর ১০ জানুয়ারি মা হতে যাওয়ার খবর প্রকাশ্যে আনেন পরীমণি।

Back to top button
error: Alert: Content is protected !!