নাম্বার বেশি দেয়ার কথা বলে ছাত্রদের থেকে ফ্লেক্সিলোড নেন সেই শিক্ষক

সিরাজগঞ্জের শাহ'জাদপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নরিনা উচ্চ বিদ্যালয়ের বই গো'পনে বিক্রি করে দেওয়া আ'লোচিত সেই প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম পরীক্ষায় নাম্বার বেশি পাইয়ে দেয়ার কথা বলে ছাত্রদের থেকে মোবাইলে ফ্লেক্সিলোড নেন বলে অ'ভিযোগ শিক্ষার্থীদের। মাঝে মাঝেই ছাত্রদের কাছে থেকে বিভিন্ন প্রলো'ভন দেখিয়ে নিয়মিত মোবাইলে ইন্টারনেট ডাটা কার্ড ও ফ্লেক্সিলোড নেন তিনি। সেইসাথে বিদ্যালয়ের বাইরের অছাত্রদের কাছে থেকে অর্থ লেনদেনের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর প্রশংসাপত্র দেন বলেও অ'ভিযোগ উঠেছে এই শিক্ষকের বি'রুদ্ধে।

২০২২ সালে শিক্ষার্থীদের বরাদ্দকৃত ষষ্ঠ থেকে দশম শ্রেণীর কয়েক হাজার কপি বই গো'পনে বিক্রি করে সব অর্থ আত্মসাৎ এর ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অ'ভিযোগ উঠে আসছে এই প্রতিষ্ঠান প্রধানের বি'রুদ্ধে। সরকারি ছুটিতে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগ নিয়ে এবং সব টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে প্রধান শিক্ষক শিক্ষা অফিস বা ম্যানিজিং কমিটির সাথে আলোচনা ছাড়াই শিক্ষার্থীদের বই বিক্রি করে দেন। ঘটনা জানাজানির পর থেকেই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ'ভিভাবক এবং সচেতন এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে।

বিদ্যালয়ের ভা'রপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামলি পারভীন জানান, “তিনি আজকে স্কুলেই আসেননি। আমাদের কিছু বলেনওনি যে তিনি কোথায় আছেন। “বিদ্যালয়ের সাবেক ভা'রপ্রাপ্ত প্রধান ও সহকারী শিক্ষক মোঃ গো'লাম আযম বলেন, ” আম'রা ভাবতেই পারিনি যে আমাদের প্রধান শিক্ষক এমন লজ্জাজনক কাজ করতে পারেন। এটা সত্যি দুঃখজনক।

এদিকে বিদ্যালয়ে একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম তাদেরকে পরীক্ষায় নাম্বার বেশি পাইয়ে দেয়ার কথা বলে মোবাইলে ফ্লেক্সিলোড নেন এবং মাঝে মাঝেই এমবি কার্ড কিনে দিতে বলেন। সেইসাথে তারা আরো জানায় বিদ্যালয়ের গণিত শিক্ষক রকিবুল ইস'লামের সহযোগিতায় বিভিন্ন জনের কাছে থেকে টাকা নিয়ে প্রশংসাপত্র দেন। সেইসাথে শিক্ষার্থীদের নাম সংশোধন ও সার্টিফিকেট, মা'র্কশিট এর সংশোধনের জন্য শিক্ষার্থীদের কাছে থেকে ব্যাংক ড্রাফটের অ'তিরিক্ত কয়েকগুণ অর্থ আদায় করে থাকেন বলেও অ'ভিযোগ করেন তারা।”

এ বিষয়ে সহকারী শিক্ষক মোঃ রকিবুল ইস'লাম বলেন, ” বোঝেনই তো প্রধান শিক্ষক নির্দেশ দিলে আম'রা তা করতে বাধ্য। “সার্বিক বিষয় নিয়ে কথা হয় বিদ্যালয়ের দুইবারের নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহীন আলম এবং অ'ভিভাবক সদস্য আব্দুল হালিমের সাথে। তারা বলেন, “এই প্রধান শিক্ষক কৌশলে নিয়োগ পাওয়ার পর থেকেই একের পর এক অ'নৈতিক কর্মকা'ন্ড পরিচালনা করছেন। আমাদের কাছে বিভিন্ন সময় শিক্ষার্থীরা বিভিন্ন অ'ভিযোগ করেন। এসব অ'ভিযোগের বিষয়ে তাকে সতর্ক করা হলেও তিনি তা গায়ে মাখান না।

সর্বশেষ তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই না দিয়ে গোডাউনে রেখে গো'পনে বিক্রি করে দিয়ে একেবারেই ন্যাক্কারজনক কাজ করেছেন। এটা আমাদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুবই লজ্জাজনক। প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত এবং তার ব্যাবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সহকারী উপজে'লা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল ইস'লাম বলেন, ” এখন পর্যন্ত আম'রা শিক্ষকের বি'রুদ্ধে লিখিত কোন অ'ভিযোগ পাইনি। তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এর মাধ্যমে এবং এলাকাবাসীর মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। ত'দন্ত করে যদি প্রমানিত হয় যে তিনি প্রকৃত পক্ষেই এগুলো করেছেন তাইলে তার বি'রুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে।”

এদিকে সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে নরিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বই বিক্রি করায় এলাকাবাসী ফুসে উঠেছে প্রধান শিক্ষকের বি'রুদ্ধে। তারা প্রশাসনের নিকট আশু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Back to top button
error: Alert: Content is protected !!