ছাত্রদল সভাপতির ভিডিও ভাই'রাল নিয়ে যা বললেন সম্পাদক জুয়েল
‘ডি’পফে’ক এ’ডিট টেকনোল’জি’ ব্যবহারের মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইস'লাম শ্রাবণের ভি’ডিও ভা’ই'রা’ল করে তার চরি’ত্র হন’নের অ’পচে’ষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। আজ মঙ্গলবার রাতে ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বি’বৃ’তিতে তিনি এ মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদল সভাপতির চরিত্র হন’নের অ'পচেষ্টা ‘নি’কৃ’ষ্ট কর্মকা'ণ্ড’ উল্লেখ করে জুয়েল বলেন, ‘ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সুস্প’ষ্টভাবে জানিয়ে দিতে চাই, এ ধরনের ঘৃ’ণ্য অ'পচে’ষ্টার মাধ্যমে আমাদের লক্ষ্য থেকে বি’চ্যুত করা যাবে না।
কেননা কাজী রওনকুল ইস'লাম শ্রাবণ রাজপথের পরী’ক্ষিত নেতা। তার বি’রু’দ্ধে আওয়ামী গুজবচক্রের কোনও অ'পচে’ষ্টা সফল হবে না। তিনি বলেন, ‘ছাত্রদলের সভাপতির চেহা’রার মিল রেখে কোনও একজনের শরীরে মুখায়ব প্রতিস্থাপনের মধ্য দিয়ে ডি’পফে’ইক এ’ডিট টেকনো’লজি ব্যবহার করে আওয়ামী কুচ’ক্রী মহল ভি’ডিওটি ভাই’রাল করেছে। এটি সম্পূর্ণ মি’থ্যা ও ভু’য়া।’
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগকে পুনরায় ক্ষ’মতায় আনতে ভা'রতের আ’র্শীবাদ চেয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর দেশজুড়ে সৃষ্টি হওয়া প্রতিক্রিয়া ও গণধি’ক্কার চা’পা দিতেই ছাত্রদল সভাপতির চরি’ত্র হন’নের অ'পচেষ্টা করা হয়েছে, যা সাইবার ক্রা’ইম।’
তিনি আরও বলেন, ‘দেশ ও দেশের জনগণকে চরম অ’নিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার প্রতিবাদে যখন ছাত্রদলের নেতাকর্মীরা শ্রাবণ-জুয়েলের নেতৃত্বে ছাত্রসমাজকে সোচ্চার করার আ'ন্দোলন বেগ’বান করে চলেছেন, ঠিক সেই সময়ে সাইবার ক্রা’ইমের মাধ্যমে চরিত্র হ’ননের অ'পচে’ষ্টা চালানো হয়েছে।’