আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ দিয়েছেন অনন্ত জলিল
বাংলাদেশ-ই'রান যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন: দ্য ডে’ সিনেমা'র বাজেট নিয়ে বিতর্কের বিষয়ে অনন্ত জলিল বলেছেন যে তাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে।
অনন্ত জলিল সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকার বেশি দাবি করলেও, সিনেমাটির সহ-প্রযোজক ও নির্মাতা মোর্তজা অ'তাশ জমজম ইনস্টাগ্রামে ‘দিন দ্য ডে’ সিনেমা'র চুক্তিপত্র প্রকাশের পর জানা গেছে, সিনেমাটির প্রকৃত বাজেট ৫ লাখ মা'র্কিন ডলার।
২০১৮ সালের চুক্তি অনুযায়ী যা বাংলাদেশি টাকায় ৪ কোটি টাকার কিছু বেশি।
পরিচালক এই চুক্তিপত্র প্রকাশের পাশাপাশি অনন্তের বি'রুদ্ধে বকেয়া অর্থ পরিশোধ না করা, চিত্রনাট্য ও শুটিং লোকেশন পরিবর্তনসহ একাধিক অ'ভিযোগ তুলেছেন।
বিষয়টি নিয়ে অনন্ত জলিল বলেন, ‘আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমি কি করব সেটা এখন বলব না। আমা'র আইনজীবী এসব বের করবে।’
জানা গেছে, অনন্ত জলিল দেশের কোন আইনজীবী নয় আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ দিয়েছেন এই অ'ভিযোগের জন্য।
বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল বলেন, এটা লোকাল কোন আইনজীবীর কাজ না। এটার জন্য আন্তর্জাতিক আইনজীবী দরকার। আম'রা ইতোমধ্যে এটা দিয়েছি। কাজ চলছে এই বিষয় নিয়ে। আর আম'রা যা করছি তা আম'রা জানিয়ে দিব।’