ঢাবির শিক্ষার্থী না হয়েও তিন বছর ধরে ক্লাস-পরীক্ষা দিয়েছেন, গিয়েছেন ট্যুরেও

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী না হয়েও তিন বছর ধরে ক্লাস ও ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তবে চূড়ান্ত কোন পরীক্ষায় অংশ নেননি তিনি। ইনকোর্স পরীক্ষার সময় শিক্ষকদের বলতেন তার রোল আসেনি। এভাবেই তিন বছর পার করেছেন সাজিদ উল কবির। গতকাল বুধবার ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ষষ্ঠ সেমিস্টারের একটি কোর্সের ইনকোর্স পরীক্ষা চলাকালে শিক্ষকদের স'ন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন সে বৈধ কোনো পরিচয় দেখাতে পারেনি। এ সময় বেরিয়ে আসে তিনি ঢাবির শিক্ষার্থী নন।

এরপর সাজিদকে শাহবাগ থা'নায় হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাজিদ তিন বছর ধরে ২০১৮-১৯ সেশনের হয়ে ক্লাস করেছেন, ব্যাচের অন্য শিক্ষার্থীদের সঙ্গে ট্যুরেও গিয়েছেন।

এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী' গণমাধ্যমকে বলেন, পরীক্ষা চলাকালে একটি রোল নম্বরে পরীক্ষা দিচ্ছিলেন ওই শিক্ষার্থী। কিন্তু ওই রোল নম্বর তার নয়। তাকে প্রাথমিকভাবে আম'রা বিভাগের ছাত্র নয় বলে ধারণা করেছি। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ও পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে জিজ্ঞাসাবাদে সাজিদ জানায়, ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ার ইচ্ছা ছিল তার। কিন্তু ভর্তি পরীক্ষায় চান্স পাননি। তাই তার স্বপ্ন বাঁ'চাতে ওই বিভাগে বিভিন্ন সময়ে ক্লাস করেছেন। তবে কোনো চূড়ান্ত পরীক্ষায় অংশ নেননি। ইনকোর্স পরীক্ষা দেয়ার সময় শিক্ষকদের বলতেন তার রোল আসেনি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর (সামাজিক বিজ্ঞান অনুষদ) আবু হোসেন মুহম্ম'দ আহসান গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকদের অ'ভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই করে দেখা যায় তার ছাত্রত্ব সংশ্লিষ্ট কোন কিছুই পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে নেই। পরে ভু'য়া শিক্ষার্থী হিসেবে শনাক্ত করা হয়।

Back to top button
error: Alert: Content is protected !!