আন্তর্জাতিক মানের অনুষ্ঠান উপস্থাপনা করছি: সোহানা সাবা
জনপ্রিয় অ'ভিনেত্রী সোহানা সাবা। অ'ভিনয়ে এখন খুব বেশি একটা নিয়মিত না হলেও একেবারে ছেড়েও দেননি। বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করছেন তিনি। অ'ভিনয়ের মাধ্যমেই তিনি দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
তবে বিভিন্ন সময় টিভি অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়েছিলেন সোহানা সাবা। কিন্তু অ'ভিনয়ের বাইরে গিয়ে উপস্থাপনায় নাম লেখাননি তিনি। করো'নাকালে অনলাইনে ‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামক নিজেই একটি অনুষ্ঠান করেন তিনি। অনুষ্ঠানটি পছন্দ করেছেন দর্শক।
এবার তাই টিভি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেছেন সাবা। আর তাঁর নতুন এই যাত্রা হয়েছে বিটিভির একটি নিয়মিত সাপ্তাহিক সেলিব্রেটি শো দিয়ে। অনুষ্ঠানের নাম ‘তারার মেলা’।
প্রতি সপ্তাহের শনিবার রাতে এটি প্রচার হবে। প্রত্যেক পর্বে একজন তারকা অ'তিথি হিসেবে হাজির থাকবেন।
সোহানা সাবা বলেন, ‘এই অনুষ্ঠানটি মানের দিক দিয়ে আন্তর্জাতিক মানের। অনেক পরিচ্ছন্ন একটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। সবদিক থেকেই ভালো।’
তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা এখানে সোহানা সাবা আছে, এটাই বড় কথা। এছাড়া ট'কশোতে দেখা যাবে দাবা খেলতে খেলতে অনুষ্ঠানটি শুরু হচ্ছে। এই আইডিয়াটাও দারুণ। শখ ও ভালোবাসা থেকে উপস্থাপনা করছি। অ'ভিনয়ের মতো উপস্থাপনা করতেও ভালো লাগে।’
প্রথম পর্বের অ'তিথি ছিলেন নাট্যজন মামুনুর রশীদ। এরপরের অ'তিথি নন্দিত যাদুশিল্পী জুয়েল আইচ।
গত মঙ্গলবার তারার মেলার শুটিং করেন ফাহমিদা নবী, চঞ্চল চৌধুরী ও মাহী।