দেশে টিকট'ক বন্ধের সুপারিশ সংসদীয় কমিটির

বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকট'ক বন্ধের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ বৃহস্পতিবার ২৫ আগস্ট অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় স'ম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। ওই বৈঠকে টিকট'ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় সংসদীয় কমিটির সভাপতি শামসুল হক টুকু বলেন, টিকট'ক নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। এই অ্যাপটি নেতিবাচকভাবে বেশি ব্যবহার হচ্ছে। বিভিন্ন হিং'সাত্মক কর্মকা'ণ্ড, গুজব ও অ'প্রচার ছড়ানো হচ্ছে। পরে তিনি এই অ্যাপটি বন্ধের সুপারিশ করেন।

এদিকে টিকট'ক বন্ধের বিষয়ে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক জানান, বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে ব্যবহৃত ইন্টারনেটের ৮০ শতাংশ ব্যয় হয় টিকট'ক অ্যাপের পেছনে।

এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে প্রতিহিং'সামূলক, ভুল তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা হয়। এর ইতিবাচকের চেয়ে নেতিবাচক ব্যবহার বেশি হচ্ছে। সব ধরনের তথ্য-উপাত্তসহ টিকট'ক অ্যাপ বন্ধে ইতোমধ্যে বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এদিকে কমিটির সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, নূর মোহাম্ম'দ, সুলতান মোহাম্ম'দ মনসুর আহম'দ ও রুমানা আলী অংশগ্রহণ করেন।

Back to top button
error: Alert: Content is protected !!