মায়ের সঙ্গে দারুণ সময় কা'টাচ্ছেন আরিফিন শুভ

ঢালিউডের জনপ্রিয় নায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার। ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া নামক রোগে ভুগছেন তিনি। পাঁচ মাস আগে তার হার্নিয়া অ'পারেশন হয়েছে। এছাড়া রয়েছে বার্ধক্যজনিক আরও নানান সমস্যা।

সব মিলিয়ে মায়ের সেবা-ডাক্তার-ওষুধ নিয়ে ছোটাছুটির মধ্যে থাকতে হয় শুভকে। বিভিন্ন সময় সামাজিক মাধ্যমেও মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শুভ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) ফেসবুকে মায়ের সঙ্গে ৪২ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন ‘ঢাকা অ্যাটাক’ নায়ক। যেখানে দেখা যাচ্ছে বাসার খাটের ওপর বসে মা'র সঙ্গে লুডু খেলছেন তিনি। করছেন ভালোবাসাময় খু'নসুটিও।

ভিডিওর ক্যাপশনে শুভ লিখেছেন, ‘দোয়া করবেন আমাদের জন্য। সঙ্গে ভলোবাসা ও প্রার্থনার ইমোজি জুড়ে দিয়ে লেখেন-মা’।

মুহূর্তেই শুভর এই ভিডিও নেটিজেনদের নজরে আসে। অনেকই ভিডিওর কমেন্ট বক্সে অ'ভিনেতার মায়ের জন্য দোয়া ও ভালোবাসা প্রকাশ করেন।

পরে সংবাদমাধ্যমকে শুভ বলেন, ‘মানসিক অ'সুস্থতার কারণে মায়ের মন-মেজাজ একদিন ঠিক থাকে, একদিন থাকে না। আজকে তার মনটা একটু ভালো। ভাবলাম একটু লুডু খেলি।’

শুভ আরও যোগ করেন, ‘মায়ের বর্তমান বয়স ৬৯ বছর। এই সময়টায় মাকে এর থেকে বেশি আর কী' দিতে পারবো। যতক্ষণ পারি সময় দেওয়ার চেষ্টা করি।’

প্রসঙ্গত, একের পর এক সিনেমায় চ'মক দেখিয়েছেন আরিফিন শুভ। বাংলাদেশ ও ভা'রত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অ'ভিনয় করেছেন তিনি।

Back to top button
error: Alert: Content is protected !!