পবিত্র ওম'রাহ পালন করতে স্ত্রী'কে নিয়ে সৌদি গেলেন মমিনুল
জাতীয় দলে টেস্ট ক্রিকে'টে স্পেশালিস্ট ব্যাটসম্যান মমিনুল হক। মাঝে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর ব্যাট হাতে নিজেকে সেভাবে মিলে ধরতে পারেননি জাতীয় দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। সম্প্রতি সময়ে বাজে ফর্মের কারণে নানা কথা শুনতে হয়েছে তাকে। এমনকি বাংলাদেশের সর্বশেষ টেস্ট ম্যাচের একাদশে ছিলেন না তিনি।
তবে তিনি এখনো যে বাংলাদেশ টেস্ট ক্রিকে'টের অটো চয়েজ সেটি হয়তো বলে দেয়ার অ'পেক্ষা রাখে না। তবে মমিনুল হককে জাতীয় দলের ফিরতে হলে বসে থাকতে হবে আরো কমপক্ষে তিনটি মাস।
আগামী ডিসেম্বরের আগে কোন টেস্ট ম্যাচ নেই টাইগার দলের। সেদিক থেকে হিসেব করলে এখন অখণ্ড অবসর মুমিনুলের। তবে একদম হাত পা গুটিয়ে বসে থাকারও সুযোগ নেই। কারণ আগামী ১০ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় লিগ (এনসিএল)।
তবে এই সময়টাকে কাজে লাগাতে চান মুমিনুল হক। এ সময়ে ঘরে বসে না থেকে স্ত্রী'কে নিয়ে ওম'রাহ করতে গেলেন মুমিনুল। আজ বৃহস্পতিবারই সস্ত্রী'ক ম'ক্কা রওয়ানা হয়েছেন জাতীয় দলের সাবেক টেস্ট অধিনায়ক।