প্রতারকের খপ্পরে মেহের আফরোজ শাওন
প্রতারকেরে খপ্পরে পড়ে টাকা খোয়ালেন প্রয়াত কথাসাহিত্যিক হু'মায়ূন আহমেদের সহধ'র্মিণী মেহের আফরোজ শাওন। ডেপুটি স্পিকার দাবি করে এক প্রতারক তার কাছ থেকে প্রায় ৩২ হাজার টাকা আত্মসাত করেছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে এ তথ্য জানান অর্গানাইড ক্রা'ইম ইনভেস্টিগেশন টিমের টিম লিডার অ'তিরিক্ত উপ-পু'লিশ কমিশনার মো. নাজমুল হক।
তিনি বলেন, শাওনের কাছে ফোন করে নিজেকে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া পরিচয় দিয়ে একজন প্রতারক বলেন, নুহাশপল্লীর উন্নয়নবাবদ অস্ট্রেলিয়া থেকে বড় অংকের একটি ফান্ড এসেছে, যা বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে জমা আছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একজন উপ-সচিবের মোবাইল নম্বরে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। শাওন ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে অন্য প্রান্ত থেকে নিজেকে উপ-সচিব পরিচয় দিয়ে ফান্ড ট্রান্সফারের জন্য সরকারি ফি বাবদ ৩১ হাজার ৮৫০ টাকা দিতে বলেন।
শাওন সরল বিশ্বা'সে টাকা দেওয়ার পর যখন তার সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করেন তখন ওই প্রতারকের নম্বরটি তিনি বন্ধ পান। তখন প্রতারণার বিষয়টি বুঝতে পেরে নুহাশ পল্লীর ম্যানেজার বাদী হয়ে ধানমন্ডি থা'নায় মা'মলা করেন।
মা'মলা'টি ত'দন্ত করতে গিয়ে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রা'ইম বিভাগ একজনের সম্পৃক্ততা পায়। এরপর বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থা'না এলাকায় অ'ভিযান চালিয়ে মো. রবিউল ইস'লাম (৪১) নামের এক প্রতারককে গ্রে'ফতার করা হয়। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও ভুয়া রেজিস্ট্রেশন করা চারটি সিমকার্ড জ'ব্দ করে ডিবি।