হরতা'লের ডিউটি থেকে ফেরার পথে বাস উল্টে আ'হত ১২ পু'লিশ সদস্য
নিত্যপণ্য ও জ্বালানি তেলের দাম এবং গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডা'কা হরতা'লের ডিউটি শেষে পু'লিশ ব্যারাকে ফেরার পথে বাস উল্টে পু'লিশের ১২ সদস্য আ'হত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে হরতা'লের ডিউটি শেষ করে পু'লিশ ব্যারাকে ফেরার পথে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া মোড় এলাকায় এ দুর্ঘ'টনা ঘটে। রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থা'নার পরিদর্শক (ত'দন্ত) মাসুদুর রহমান।
তিনি বলেন, দুপুর একটার দিকে হরতা'লের ডিউটি শেষ করে পু'লিশ ব্যারাকে ফেরার পথে বাস উল্টে কেরানীগঞ্জ থা'নার ১০-১২ পু'লিশ সদস্য আ'হত হয়েছেন। তাদের উ'দ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আ'হত কয়েকজনকে রাজারবাগে কেন্দ্রীয় পু'লিশ হাসপাতা'লে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করে বাম গণতান্ত্রিক জোট। ঢাকার বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশের মধ্য দিয়ে পালিত হয় হরতাল।