মাহির সঙ্গে প্রযোজকের দ্বন্দ্বের অবসান
এবার মাহিয়া মাহি, জিয়াউল রোশান ও পরিচালক মোস্তাফিজুর রহমানের সঙ্গে সরকারি অনুদানপ্রাপ্ত ‘আশীর্বাদ’ সিনেমা'র প্রযোজক জেনিফার ফেরদৌসের বিরোধের অবসান ঘটলো। আজ বৃহস্পতিবার এফডিসিতে তাদের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটায় চলচ্চিত্র শিল্পী সমিতি।
সংবাদ সম্মেলন তারা একে অ'পরের আনা সব অ'ভিযোগ ভুল বলে জানিয়েছেন। এখন থেকে তাদের মধ্যে আরো কোনো সমস্যা নেই বলেও জানিয়েছেন তারা। চলচ্চিত্র শিল্পী সমিতি সভাপতি ইলিয়াস কাঞ্চনের হস্তক্ষেপে এই বিরোধের মীমাংসা হয়েছে বলা জানানো হয়।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট মাহিয়া মাহি, জিয়াউল রোশান ও পরিচালক মোস্তাফিজুর রহমানের বি'রুদ্ধে মা'মলা করার হু'মকি দিয়েছিলেন ‘আশীর্বাদ’ ছবির প্রযোজক জেনিফার ফেরদৌস। একই দিনে জেনিফারের বি'রুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অ'ভিযোগ করেন মাহি।