চা বাগান মালিকদের সঙ্গে শনিবার বৈঠক করবেন প্রধানমন্ত্রী
মজুরি বৃদ্ধির দাবিতে আ'ন্দোলনে রয়েছেন চা-শ্রমিকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরে না যাওয়ার কথা জানিয়েছেন তারা। সংকট নিরসনে এবার চা বাগান মালিকদের সঙ্গে সভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৭ আগস্ট) গণভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইম'রুল কায়েস।
শনিবার বিকেল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হবে। এরআগে গত ৯ আগস্ট থেকে ৩০০ টাকা মজুরির দাবিতে আ'ন্দোলন শুরু করেন চা বাগানের শ্রমিকেরা। গত কয়েক দিন ধরে চা-শ্রমিকদের সঙ্গে শ্রমিক নেতারা কথা বলে, আশ্বা'স দিয়েও কোনো কাজ হয়নি। এছাড়া, প্রশাসনের কর্মক'র্তারাও নানা আশ্বা'স দিলেও কাজে ফেরেনি তারা।
প্রসঙ্গত, চা-শ্রমিকদের আ'ন্দোলনের মাঝে চা বাগান মালিকেরা ২৫ টাকা মজুরি বাড়িয়ে ১৪৫ টাকার প্রস্তাব করলেও তারা কাজে ফেরেনি। তাদের দাবি ৩০০ টাকা।