নুডলস খাওয়ার সময় শি'শুর গলায় আ'ট'কে গেল সেফটি পিন

এবার মায়ের হাতে নুডলস খেতে গিয়ে সোহানা আক্তার জিদনি (৩) নামে এক শি'শুর গলায় সেফটি পিন আ'ট'কে গেছে। অ'সুস্থ অবস্থায় গতকাল বৃহস্পতিবার ২৫ আগস্ট দিবাগত রাত ১২টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতা'লে নেওয়া হয়েছে।

বর্তমানে শি'শুটি হাসপাতা'লের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরাম'র্শ দিয়েছেন চিকিৎসক। শি'শু সোহানা আক্তার জিদনি নাটোরের লালপুর উপজে'লার বিলমাড়িয়া ইউনিয়নের বড়বাগপাড়া এলাকার শফিকুল ইস'লামের মে'য়ে। হাসপাতা'লে শি'শুটির সঙ্গে এসেছেন তার চাচাতো ভাই হাসান আলী।

এ বিষয়ে তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলের দিকে শি'শু জিদনিকে নুডলস খাওয়াচ্ছিলেন তার মা জুলেখা বেগম। এক পর্যায়ে তার গলায় কিছু একটা আ'ট'কে যায়। এরপর শি'শুটি বমি করতে করতে অ'সুস্থ হয়ে পড়ে। রাতেই তাকে রাজশাহীর বাঘা উপজে'লার একটি ক্লিনিকে নেওয়া হয়। এক্স-রে করে সেখানে গলায় সেফটি পিন আ'ট'কে থাকতে দেখা যায়। সেখান থেকে রাত ১২টার দিকে জিদনিকে রামেক হাসপাতা'লে আনা হয়েছে।

আজ শুক্রবার ২৬ আগস্ট সকাল ৮টার দিকে রাজশাহীর ইস'লামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতা'লে ফের এক্স-রে করা হয়েছে। সেখানেও গলায় সেফটি পিন আ'ট'কে থাকতে দেখা গেছে। হাসান আলী আরও জানান, কী'ভাবে গলায় সেফটি পিন গেল সেটি বোঝা যাচ্ছে না। সেফটি পিন পানিতে ছিল, নাকি নুডলসের মধ্যে ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।

এ সময় দায়িত্বরত চিকিৎসক নাজমুল হাসানের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার সকালে চিকিৎসক রাউন্ডে এসেছিলেন। তিনি জানিয়েছেন, শি'শুটির অ'স্ত্রোপচার প্রয়োজন। কিন্তু সেই ধরনের যন্ত্রপাতি এখানে নেই। সে জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পরাম'র্শ দিয়েছেন চিকিৎসক।

Back to top button
error: Alert: Content is protected !!