নুডলস খেতে গিয়ে ৩ বছরের শি'শুর গলায় আ'ট'কে গেল সেফটি পিন
মায়ের হাতে নুডুলস খেতে গিয়ে শি'শুর গলায় আ’ট'কেছে আস্ত একটা সেফটিপিন। এক্স-রে করার পর বিষয়টি নিশ্চিত করেছেন শি'শুটির বাবা শফিকুল ইস'লাম (৩২)।
তিনি জানান, নাটোরের লালপুর উপজে'লার বড় বাড্ডা এলাকায় তাদের বাসা। তার তিন বছরের মেয়ে জি’দনী। বুধবার রাত ১২ টার দিকে তার মা জুলেখা বেগম নুডুলস খাওয়ানোর সময় ভু’লবশত শি'শুটির গলায় আট’কে যায় একটি সেফটিপিন। এ সময় শি'শুটি বারবার ব’মি করতে শুরু করে।
শি'শুটি অ’সুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে বাঘার একটি ক্লিনিকে ভর্তি ক’রানো হয়। রাতেই সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতা'লে পাঠায় কর্তব্যরত চিকিৎসক। রামেক হাসপাতা'লের ৩৩ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করানো হয়।
তিনি বলেন, কোনও সমস্যা না থাকলেও শি'শুটি বর্তমানে সার্বিক ভাবে সু’স্থ আছে বলে জানিয়েছে চিকিৎসকরা। এখন স্যা’লাইন চলছে। তবে কিভাবে এটি বের করা হবে তা এখনও ঠিক হয়নি। কারণ সেফটিপিনটি গলার মাঝামাঝি গিয়ে খুলে আ’ট'কে গেছে।