ফারিয়া বললেন, টিকে থাকাই আসল

ঢাকাই সিনেমা'র জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নানান গুণে গুণান্বিত তিনি। গ্ল্যামা'র, মেধা আর স্মা'র্টনেসের কারণে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন এই অ'ভিনেত্রী। দুই বাংলায় অ'ভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী।

সম্প্রতি নিজের অ'ভিনয় ও নতুন অ'ভিনয়শিল্পীদের নিয়ে ভা'রতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার অনেক কথাই বলেন।

সেখানে তিনি বলেন, “আসলে প্রতিযোগিতা সব ক্ষেত্রেই বেড়েছে। কারণ ভালো ছে'লে-মে'য়েদের সিনেমা'র প্রতি ঝোঁক, অ'ভিনয়ের প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে। তারা ভালো কাজ করতে চাইছে। অ'ভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছে। ফলে সেই দিক থেকে যদি বিচার করা যায়, কাজ পাওয়া বা কাজটাকে ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে।”

এছাড়া তিনি আরও বলেন, “একটি কাজ দিয়ে তো আসলে খুব বড় সুযোগ পাওয়া যায় না কখনও। তবে সুযোগটি যদি কাজে লাগিয়ে টিকে থাকা যায়, তাহলেই আসল ব্যাপারটা দাড়ায়। এটাই আমা'র কাছে টিকে থাকার আসল পরীক্ষা। সেখানে গিয়ে হয়তো অনেকেই ছিট'কে যায়। আবারও অনেকে টিকে থাকে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলায়।”

এছাড়া তিনি সিনেমা'র বর্তমান সময়ের নানা দিক নিয়ে কথা বলেন।

প্রসঙ্গত, বর্তমানে মুক্তির অ'পেক্ষায় রয়েছে নুসরাত ফারিয়া অ'ভিনীত সিনেমা-, ‘বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘অ'পারেশন সুন্দরবন’, ‘ভ'য়’, ‘পাতালঘর’সহ আরও বেশ কয়েকটি সিনেমা।

Back to top button
error: Alert: Content is protected !!