আবারও নতুন সিনেমায় ফেরদৌস-পূর্ণিমা
ঢাকাই সিনেমা'র জনপ্রিয় তারকা ফেরদৌস ও পূর্ণিমা।তারা দু’জনেই অ'ভিনয় ক্যারিয়ারে অনেক সফল সিনেমা উপহার দিয়েছেন। সিনেমা'র পাশাপাশি উপস্থাপনা করেও প্রশংসা কুড়িয়েছেন।
পূর্ণিমা-ফেরদৌস অ'ভিনীত ‘জ্যাম’ ‘গাঙচিল’ নামের দু’টি সিনেমা বর্তমানে মুক্তির অ'পেক্ষায় রয়েছে।
এরমধ্যে ভক্তদের জন্য আরও একটি সুখবর দিলেন এ জুটি। আবারও একসঙ্গে জুটি বেঁধে নতুন আরেকটি সিনেমায় অ'ভিনয় করবেন ফেরদৌস ও পূর্ণিমা।
আর এ সিনেমা'র নাম ‘আহারে জীবন’।সরকারি অনুদান পাওয়া ‘আহারে জীবন’ নামের চলচ্চিত্রটি নির্মাণ করবেন ছট'কু আহমেদ।
নির্মাতা ছট'কু আহমেদ বলেন, ফেরদৌসের সঙ্গে অফিসিয়ালি চুক্তি স্বাক্ষর হয়েছে।তবে পূর্ণিমা'র সঙ্গে হয়নি। কিন্তু কথাবার্তা চুড়ান্ত হয়েছে পূর্ণিমা'র সাথে তিনিও ‘আহারে জীবন’ সিনেমায় কাজ করতে রাজি হয়েছেন।আশা করি খুব শিগগিরই পূর্ণিমাকে চুক্তিবদ্ধ করাব।
‘আহারে জীবন’ শুটিং প্রসঙ্গে নির্মাতা ছট'কু আহমেদ বলেন,আগামী অক্টোবরের ১২ তারিখ থেকে শুটিং শুরু করার পরিকল্পনা আছে আমাদের।
যদি সবকিছু ঠিকঠাক থাকে। একটানা কাজ শেষ করা ইচ্ছে আছে।আর প্রথম ধাপের শুটিং ঢাকাই শুরু হবে।
উল্লেখ্য,ফেরদৌস ও পূর্ণিমা প্রথম জুটি বাঁধেন ‘মধু পূর্ণিমা’ ছবিতে। এরপর ‘শুভ বিবাহ’,’বিপ্লবী জনতা’,’
রাক্ষসী’,’সন্তান যখন শত্রু’,’বলো না ভালোবাসি’,’জীবন চাবি’সহ বেশ কিছু সিনেমা তারা একসঙ্গে অ'ভিনয় করেছেন।