বাবার ইজিবাইকসহ নি'খোঁজ কি'শোর, ৭ দিন পর ম'রদেহ উ'দ্ধার
নীলফামা'রীর ডোমা'রে বাবার ইজিবাইকসহ নি'খোঁজের ৭ দিন পর আরিফ হোসেন নামের এক কি'শোরের অর্ধগলিত ম'রদেহ উ'দ্ধার করেছে পু'লিশ।
শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে উপজে'লার বড়রাউতা মাঝাপাড়া এলাকার একটি গভীর নলকুপের ঘর থেকে ম'রদেহটি উ'দ্ধার করা হয়।
নি'হত আরিফ উপজে'লার ছোট রাউতা এলাকার আনোয়ার হোসেনের ছে'লে।
স্থানীয় ও পু'লিশ সূত্রে জানা যায়, জমিতে সার দিতে গিয়ে লালন নামে স্থানীয় এক কৃষক প্রথমে লা'শের গন্ধ পায়। পরে আশেপাশের লোকজনদের ডেকে খোঁজাখুজি করলে সেচ পাম্প ঘরে ম'রিচের গাছ দিয়ে ঢাকা একটি ম'রদেহ দেখতে পায়। তারা স্থানীয় চেয়ারম্যান ও পু'লিশকে জানায়। তারা পু'লিশের অ'প'রাধ ত'দন্ত বিভাগ (সি আই ডি) লা'শটি উ'দ্ধার করে। পরে নি'হতের স্বজনরা লা'শ শনাক্ত করে।
ডোমা'র থা'নার ভা'রপ্রাপ্ত কর্মক'র্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, আনুমানিক দুপুর সাড়ে ১২ টার দিকে খবর পেয়ে আম'রা ঘটনাস্থলে উপস্থিত হই। অর্ধগলিত অবস্থায় অ'প'রাধ ত'দন্ত বিভাগ রংপুরের একটি বিশেষ দল ম'রদেহ উ'দ্ধার করে। পরিবার প্রাথমিক ভাবে শনাক্ত করেছে। আরও নিশ্চিত হওয়ার জন্য ময়নাত'দন্তের জন্য ম'র্গে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ আগস্ট সন্ধায় বাবার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নি'খোঁজ হয় আরিফ৷ পরে কোথাও খুঁজে না পেয়ে ডোমা'র থা'নায় একটি সাধারণ ডায়েরি করেন আরিফের বড় বোন ঝর্ণা আক্তার কেয়া।