বিরিয়ানি খেয়ে তিন ভাইবোনের মৃ'ত্যু: ময়নাত'দন্ত সম্পন্ন, যা বলল পু'লিশ
শরীয়তপুরের জাজিরায় বাসি বিরিয়ানি খেয়ে তিন ভাইবোনের মৃ'ত্যুর ঘটনায় তাদের বাড়িতে এখনও চলছে শোকের মাতম। তিনজনের মৃ'ত্যুর ঘটনায় পু'লিশ একটি অ'পমৃ'ত্যুর মা'মলা করলেও
নি'হতদের পরিবার থেকে এখনও কোনো মা'মলা করা হয়নি। তবে পু'লিশ বলছে, ময়নাত'দন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর কি কারণে তাদের মৃ'ত্যু হলো তার রিপোর্ট দেখে মা'মলা হবে। এদিকে ঘটনার পর তিন ভাইবোনকে ফ্রিজের বিরিয়ানি
খাওয়ানো প্রতিবেশী রওশন আরা বেগম ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছেন।জাজিরা থা'নার ভা'রপ্রাপ্ত কর্মক'র্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তিন ভাই বোনের মৃ'ত্যুর ঘটনায় ময়নাত'দন্ত হয়েছে। এখনও আম'রা ময়নাত'দন্তের রিপোর্ট হাতে পাইনি। কি কারণে তাদের মৃ'ত্যু হলো তা ত'দন্তের রিপোর্ট দেখে মা'মলা রুজু হবে।তিনি বলেন, ফ্রিজের বিরিয়ানি খাওয়ানো প্রতিবেশী রওশন আরা বেগমও তার
পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।তিন শি'শুর মা আইরিশ বেগম, ফুফু রুপালী বেগম ও খুকু মনি বলেন, কী'টনাশকের প্যাকে'টে বিরিয়ানি রেখে খাওয়ানো হয়েছিল ওদের।
প্যাকে'টের খাবার খাওনোর কথা আমাদের বলেনি রওশন আরা। রওশন আরা শত্রুতা করে আমাদের বুক খালি করেছে। আম'রা এ হ'ত্যার বিচার চাই।বিলা'শপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী বলেন, ফ্রিজের বিরিয়ানি খেয়ে ফুট পয়জিং হয়েছে, নাকি তাদের বিষ খাওয়ানো হয়েছে কি যানে। তবে বিষয়টি ত'দন্ত করে আসল ঘটনা বের করে দোষীদের
বিচারের দাবি জানাচ্ছি।উল্লেখ্য, শরীয়তপুরের জাজিরা উপজে'লার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারিকান্দি গ্রামের শওকত দেওয়ানের তিন মে'য়ে ও দুই ছে'লে। এরমধ্যে ১৬ আগস্ট দুপুরে প্রতিবেশী রওশন আরা বেগমের ফ্রিজে থাকা বাসি বিরিয়ানি খায় সৌরভ মিয়া, খাদিজা আক্তার ও সাথী আক্তার। এরপর থেকে তাদের পেটে ব্যথা ও বমি হতে থাকে।
অ'সুস্থতা বাড়তে থাকলে তিনজনকে জাজিরা উপজে'লা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শি'শু তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতা'লে পাঠানো হয়। ১৬ আগস্ট দিনগত রাতে ঢামেক হাসপাতা'লে নেয়ার পথে মা'রা যায় খাদিজা ও সৌরভ। ১৮ আগস্ট বিকেলে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মা'রা যায় সাথী আক্তারও।