আর্শীবাদের দ্বন্দে সবই ছিল ভুল!
মুক্তিযু'দ্ধকালীন সাদামাটা জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আশীর্বাদ’ সিনেমা। এতে রোশান-মাহি ছাড়াও বিভিন্ন চরিত্রে অ'ভিনয় করেছেন শাহনূর, অরণ্য বিজয়, কাজী হায়াত, রেহানা জলি প্রমুখ।
সিনেমাটি গতকাল শুক্রবার (২৬ আগস্ট) মুক্তি পেয়েছে। দেশের অল্প সংখ্যক প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখা যাচ্ছে। তবে সিনেমাটি মুক্তির সপ্তাহ দুয়েক আগে শুরু হয় প্রযোজক, পরিচালক ও অ'ভিনয়শিল্পীদের মধ্যে দ্বন্দ্ব, কথা-কা'টাকাটি এবং নানারকম আলোচনা সমালোচনা।
শুরুটা হয় সিনেমাটির পোস্টার শেয়ারকে কেন্দ্র করে। এরপর একে একে জমে উঠে প্রযোজকের সঙ্গে পরিচালক ও নায়ক-নায়িকার দ্বন্দ্ব। দিন গড়িয়ে বেড়েই চলে পাল্টাপাল্টি বাকযু'দ্ধ। তবে গতকাল এই বাকযু'দ্ধের অবসান ঘটে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মধ্যস্থতায় মিটমাট হয় এই ঘটনার। সংবাদ সম্মেলন করে উভ'য়ের দোষ শিকার করে দর্শকদের সিনেমাটি দেখার আহ্বান জানান প্রযোজক, পরিচালক ও শিল্পীরা।
মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘আশীর্বাদ’ সিনেমাটিতে অ'ভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক জিয়াউল রোশান। সিনেমাটির গল্প ও প্রযোজনা করেছেন তাহেরা জেনিফার ফেরদৌস। বৃহস্পতিবার রাতে শিল্পী সমিতির উদ্যোগে এক আলোচনার মাধ্যমে এক করা হয় তাদের। সেখানে সংবাদ সম্মেলনে মাহির বি'রুদ্ধে করা সব অ'ভিযোগ ‘ভুল’ বলে জানান প্রযোজক জেনিফার। একই সঙ্গে এই প্রযোজকের বি'রুদ্ধে আনা অ'ভিযোগগুলোও ‘ভু'য়া’ বলে স্বীকার করেছেন নায়িকা মাহিয়া মাহি।
সংবাদ সম্মেলনে মাহি বলেন, জেনিফার আপুর বি'রুদ্ধে যেসব কথা বলেছি সব ভু'য়া। আমাকে নিয়ে আপুর মুখে যখন অন্যরকম কথা শুনছিলাম, রেগে গিয়ে বলেছিলাম। যা হওয়ার হয়ে গেছে, যে যাকে যা বলেছি সব ভু'য়া।
মাহি আরও বলেন, ‘শিল্পীরা ফুলের মতো, খুবই নরম। শিল্পীদের যদি আদর করে কিছু বলা যায়, সবকিছু করা সম্ভব। আমি আপুকে (জেনিফার ফেরদৌস) বলব, যেভাবে যা যা হয়েছে এসব কিছু কমিউনিকেশন গ্যাপের কারণে। যদি ফেসবুকে ম্যাসেঞ্জার একটি থাকত, সবকিছু শেয়ার করা হতো, তাহলে এমনটা হতো না। সিনেমাটি শুধু আপুর না, আমা'র, রোশানের, পরিচালকেরও।’
এ সময় প্রযোজক জেনিফার ফেরদৌস বলেন, ‘আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল তার সুরাহা হয়েছে। একজনের মাধ্যমে আসলে আমাদের কথাবার্তার ছড়িয়েছে। আমাদের মধ্যে যোগাযোগের গ্যাপ সৃষ্টি হয়ে ভুল বোঝাবুঝি শুরু হয়। এটা আম'রা এখন বুঝতে পেরেছি।’
সংবাদ সম্মেলনে মাহিয়া মাহিকে জড়িয়ে ধরে তিনি বলেন, ‘মাহি আমা'র ছোট বোন। ভুল ভ্রান্তি আমাদের মধ্যে যা হয়েছে, তা উচিত হয়নি। আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তা সমাধান হয়ে গেছে।’
সিনেমা'র নায়ক রোশানের কণ্ঠেও ছিল সমঝোতার সুর। তিনি বলেন, ‘জেনিফার আপুকে আমি বোন ডাকতাম এখনো ডাকি। পরিবারে ভাই-বোনের মধ্যে ঝগড়া হয়, আমাদেরও হয়েছে।’
পরিচালক জানান, মুক্তিযু'দ্ধকালীন সাদামাটা জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আশীর্বাদ’ সিনেমা। এতে রোশান-মাহি ছাড়াও বিভিন্ন চরিত্রে অ'ভিনয় করেছেন শাহনূর, অরণ্য বিজয়, কাজী হায়াত, রেহানা জলি প্রমুখ।
সিনেমাটি চিত্রামহল (ঢাকা), সৈনিক ক্লাব (ক্লাব), উল্কা (জয়দেবপুর), গুলশান (নারায়ণগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর), নন্দিতা (সিলেট), বুম্বাই (বগুড়া), সিনেমা প্যালেস (চট্টগ্রাম) সিনেমা হলে মুক্তি পেয়েছে।