আলিয়ার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে
সিনেমা করতে গিয়েই তারা একে অ'পরের প্রে'মে পড়েন। প্রায় পাঁচ বছর স'ম্পর্কের পর চলতি বছর এপ্রিলে বিয়ে করেন।
এরপর গত ২৭ জুন আলিয়া নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে তথ্যটি মা হওয়ার খবরটি নিশ্চিত করেন।
এদিকে মুক্তির অ'পেক্ষায় রয়েছে আলিয়া ভাট ও রণবীর কাপুর অ'ভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। দুই সপ্তাহ পরেই মুক্তি পেতে যাচ্ছে বলিউডের এই তারকা দম্পতির জুটিবদ্ধ প্রথম সিনেমা।
আর এই সিনেমাটির মুক্তি সামনে রেখে ‘বেবি বাম্প’ নিয়েই রণবীরের সঙ্গে প্রচারণায় দেখা গেল আলিয়াকে। শুক্রবার (২৬ আগস্ট) মুম্বাইয়ে প্রচারণায় অংশ নেন তারা।
‘ব্রহ্মাস্ত্রের’ প্রচারণায় মুম্বাইতে রয়েছেন রণবীর। সেখানে যোগ দিয়েছেন আলিয়া। এসময় তাদের একসঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন আলিয়া।
ছবিগুলোতে আলিয়ার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে । সেই ছবিটি সামাজিকমাধ্যমে বেশ ভাই'রাল হয়। এতে ভক্তদের প্রশংসায় ভাসছেন এই দম্পতি।
ছবিতে দেখা যায়, স্বামীর পাশে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তোলেন আলিয়া। ছবিতে তাকে গো'লাপি রঙের পোশাকের ওপর কালো ওয়েস্ট'কোট পরে দেখা গেছে। আরেকটি ছবিতে দু’হাত পেটে রেখে ক্যামেরার দিকে সোজা তাকিয়ে পোজ দিতে দেখা গেছে।
ছবির ক্যাপশনে আলিয়া লেখেন, ‘আলো আসছে…ঠিক আর দু’সপ্তাহ পর!’
প্রসঙ্গত রণবীর-আলিয়া জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’র মুক্তি পেতে যাচ্ছে ৯ সেপ্টেম্বরে।
এছাড়া এতে আরও অ'ভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা ও মৌনি রায়ের মতো তারকারা।
সূত্র : এনডিটিভি