একসাথে হাফেজা হয়ে প্রশংসায় ভাসছেন ফিলি'স্তিনি ২ বোন
একসাথে হাফেজা হয়ে প্রশংসায় ভাসছেন ফিলি'স্তিনি দুই বোন। আরব বিশ্বের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের আলোচনা এখন ওই দুই বোনকে ঘিরে।
শুক্রবার সন্ধ্যায় আলজাজিরা তাদের হিফজ সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করে। ওই দুই বোনের নাম যথাক্রমে দিমা মোহাম্ম'দ জাআরাব ও নাগাম মোহাম্ম'দ জাআরাব।
পরিবারের সাথে ওই দুই বোন গাজা উপত্যকার রাফাহ অঞ্চলে বসবাস করেন। নাগাম মোহাম্ম'দের ফেসবুক সূত্রে খবরটি নিশ্চিত করলেও তারা কবে,
কত দিনে হিফজ সম্পন্ন করলেন- সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি আলজাজিরা। আলজাজিরার পাশাপাশি আল-আরাবিয়া, শিহাব নিউজ এজেন্সিসহ আরো বেশ কয়েকটি গণমাধ্যমেও শুধুমাত্র এ তথ্যটুকুই উঠে এসেছে।
সূত্র : আলজাজিরা