অনন্ত জলিলকে আপনারা মে'রে ফেলেছেন: অনন্ত জলিল
‘দিন- দ্য ডে’ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে এক শ কোটি টাকা- শুরু থেকেই এমন দাবি করে আসছিলেন অ'ভিনেতা অনন্ত জলিল। সম্প্রতি সিনেমাটির ই'রানি পরিচালক মুর্তজা অ'তাশ জমজম জানিয়েছেন, চলচ্চিত্রটির নির্মাণ খরচ পাঁচ লাখ মা'র্কিন ডলার, বাংলাদেশী টাকায় যা গিয়ে দাঁড়ায় ৪ কোটি ৭৪ লক্ষ টাকায়। সেইসঙ্গে সিনেমাটির চুক্তিপত্রও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
এ ব্যাপারে অনন্ত তাৎক্ষণিক কোনো প্রতক্রিয়া ব্যক্ত না করলেও এবার মুখ খুললেন। শুধু তাই নয় বিগত কয়েকদিনের ঘটনার পরে ক্ষোভে নিজেকে বদলে ফেলারও মূলত সেই সূত্র ধরেই ক্ষোভে ফেটে পড়লেন অনন্ত জলিল। জানালেন নিজেকে বদলে ফেলার কথা। অ'ভিমান নিয়ে বললেন, ‘অনন্ত জলিলকে আপনারা মে'রে ফেলেছেন।’
শনিবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় নিজের ক্ষোভ প্রকাশ করেন অনন্ত। সেখানে তিনি মূলত মুর্তজা অ'তাশ জমজমের ইনস্টাগ্রামে অনন্তর প্রতি অ'ভিযোগ বার্তা ও ‘দিন দ্য ডে’ ছবির বাজেট প্রসঙ্গে নিজের আত্মপক্ষ সম'র্থন করেন। এই অ'ভিনেতা জানান, চাইলে তিনি এই কথাগুলো আরও আগেই বলতে পারতেন। তবে তিনি মাঝের কয়দিন অ'পেক্ষা করেছেন তার ভক্ত ও মিডিয়ার আচরণ দেখার জন্য। যা দেখে তিনি হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন।
মিডিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘সত্যতা যাচাই না করে কেমন করে ছবিটিকে ৪ কোটি টাকার বলে হাজার হাজার নিউজ করলেন আপনারা। আপনাদের যাচাইয়ের সময় নাই? অনন্ত জলিল মানেই আলোচনা-সমালোচনার কম্পিটিশন লেগে যায়।’
এরপর তিনি মূলত ক্ষোভ প্রকাশ করেন সেই মানুষ বা সংগঠনের প্রতি, যাদেরকে তিনি বিভিন্ন সময় আর্থিক সহায়তা করেছেন। অনন্ত বলেন, ‘যে কোনও দু'র্যোগ হলে অনন্ত ঝাঁপিয়ে পড়ে। কারও বিপদ হলে অনন্ত ছুটে যায়। মানুষের সহযোগিতায় ঝাঁপিয়ে পড়ে। আমা'র ফ্যান ক্লাব হয়েছে। কদিন আগেও তাদের ২৫ লাখ টাকা দিয়েছি। কিছুদিন আগে সিলেটে ৩০ লাখ দিয়েছি ব'ন্যার জন্য। ঢাবিতে ব'ন্যার্তদের জন্য ৫ লাখ দিলাম। করো'নার সময় আমি বস্তিতে বস্তিতে ঘুরেছি। আমা'র ওয়াইফ তার বাচ্চাদের নিয়ে সাহায্য দিয়েছে। জে'লায় জে'লায় ঘুরে বেড়িয়েছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। নিজের জীবনের মায়া করিনি। এই সময়ে এসে দেখলাম, তারা আমা'র জন্য আ'ন্দোলন করে কি না। না, কেউ আমা'র হয়ে দাঁড়ায়নি। তারমানে আমি এতোদিন যা করেছি ভুল করেছি। মানুষের পাশে দাঁড়ানো আমা'র ভুল ছিলো।’
সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনন্ত বলেন, ‘আপনারা আমাকে বদলে দিয়েছেন। আমা'র চোখ খুলে দিয়েছেন। অনন্ত জলিলকে আপনারা মে'রে ফেলেছেন। এখন অন্য সেলিব্রেটির মতো আমিও বদলে গেছি। আমাকে আর আগের মতো আপনারা পাবেন না। আপনাদেরকে অনেক ধন্যবাদ।’