দেশের নামকরা প্রতিষ্ঠানে চাকরি হলো চা শ্রমিকের ছে'লে সেই ঢাবি ছাত্র রবি দাসের

চা বাগানের শ্রমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোবিচ ছাত্র সন্তোষ রবিদাস অঞ্জনের চাকরি হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে জুনিয়র অফিসার পদে নিয়োগ পেয়েছেন তিনি। আগামীকাল রবিবার (২৮ আগস্ট) থেকে কর্মজীবন শুরু হবে তার।

ফেসবুকে রবি দাসের জীবনের গল্প ভাই'রাল হলে অনেকেই তাকে চাকরি দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানায়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতা অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) ব্যাংকের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, মৌলভীবাজারের শমশেরনগর কানিহাটি চা-বাগানের শ্রমিক মায়ের ছে'লে সন্তোষ। নিয়ম অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সন্তোষের হাতে নিয়োগপত্র দেওয়া হয়। রবিবার থেকে এক মাসের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হবে সন্তোষের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মা'র্কেটিং বিভাগের ছাত্র সন্তোষ। কিছুদিন আগে এমবিএ শেষ করেছেন।

সন্তোষ বলেন, প্রতিবেদন প্রকাশের পর অনেকেই যোগাযোগ করেছে। সব কিছু বিবেচনায় এই চাকরিটি উপযোগী বলে মনে হয়েছে। মা কমলি রবিদাস বলেন, ‘তাইনে (স্বামী) মা'রা যাওয়ার পর ক'ষ্টের শুরু হইছে। ভাবছিলাম, যে পর্যন্ত মাটিতে না যাইব দুঃখ যাইব না। চাকরি লইয়া যেন বাচ্চা সুখী হইতে পারে।’

Back to top button
error: Alert: Content is protected !!