দোকানে ব্রয়লার মুরগি কিনতে গিয়ে কি'শোরীর মৃ'ত্যু
চাঁপাইনবাবগঞ্জের শি'বগঞ্জে দোকানে ব্রয়লার মুরগি কিনতে গিয়ে বিদুৎস্পৃষ্টে ইস'রাত জাহান(১৩) নামে এক কি'শোরীর মৃ'ত্যু হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজে'লার শাহবাজপুর ইউনিয়নের উপরচাকপাড়া গ্ৰামের তা'জামুলের ব্রয়লার মুরগির দোকানে এ ঘটনা ঘটে। মৃ'ত কি'শোরী ওই গ্রামের ধুলু মিয়ার মে'য়ে।
স্থানীয়রা বলেন, শনিবার সকাল ১০ টার দিকে বাড়ির পাশ্ববর্তী এলাকার তা'জামুলের দোকানে ব্রয়লার মুরগি কিনতে গিয়েছিল ইস'রাত। এসময় দোকানের পাশে থাকা একটি তারের বেড়ায় হাত দেয়। এতে বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মা'রা যায় ওই কি'শোরী।
শি'বগঞ্জ থা'নার উপ-পরিদর্শক (এসআই) জাকিরুল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে। তিনি বলেন, কারো কোন অ'ভিযোগ না থাকায় স্বজনদের কাছে ম'রদেহ হস্তান্তর করা হয়েছে।