অ'ভিনয়ে নজরকাড়া পড়শী, নাট'কের ভিউ এক কোটি ছাড়িয়ে
সংগীতশিল্পী সাবরিনা পড়শী। গানের পাশাপাশি অ'ভিনয়েও অ'ভিষেক হয়েছে তার। চলচ্চিত্র ও টিভি নাট'ক- দুই মাধ্যমে অ'ভিনয় করেছেন তিনি। গত ঈদুল আজহা উপলক্ষে একটি একক নাট'কে অ'ভিনয় করেন এই শিল্পী। ‘শাদি মোবারক’ শিরোনামে নাট'কটিতে পড়শীর সঙ্গে জুটি বেঁধে অ'ভিনয় করেছেন মুশফিক আর ফারহান। এটি পরিচালনা করেন মাহমুদ মাহিন।
প্রবাসীর দেশে ফিরে বিয়ে এবং দাম্পত্য জীবনের বিভিন্ন খুঁটিনাটি বিষয়কে কেন্দ্র করে এগিয়েছে নাট'কটির কাহিনি। এতে স্বামী-স্ত্রী'র চরিত্রে অ'ভিনয় করেছেন ফারহান-পড়শী। এ নাট'ক দর্শকের মন কেড়েছে; ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। এ পর্যন্ত নাট'কটির ভিউ দাঁড়িয়েছে ১ কোটি ৭ লাখের বেশি।
নাট'কটি দর্শক মনে এতটা নাড়া দেবে তা ভাবেননি পড়শী। এই অ'ভিনেত্রী বলেন—‘‘শাদি মোবারক’ নাট'কের গল্পে চেনা জীবনের ছায়া রয়েছে। পরিচালক মাহমুদ মাহিন, মুশফিক ফারহানসহ অন্য শিল্পীরা চেষ্টা করেছেন গল্পকে দর্শকের কাছে বিশ্বা'সযোগ্য করে তোলার। তাই নাট'কের কাজ শেষ করার পর এটি ভালো লাগবে- এটুকু অনুমান করেছিলাম। কিন্তু এত সাড়া ফেলবে, সত্যি তা ভাবিনি।’’
মাঝে মধ্যে অ'ভিনয় করলেও এই মাধ্যমে নিয়মিত নন পড়শী। অধিকাংশ সময় গান নিয়ে ব্যস্ত থাকেন তিনি। বর্তমানে ইম'রান মাহমুদুলের সঙ্গে একটি গানের কাজ করছেন। কিন্তু অ'ভিনয়েও তো প্রশংসা কুড়াচ্ছেন পড়শী। তবে কি এই মাধ্যমে নিয়মিত হওয়ার পরিকল্পনা করেছেন তিনি?
এ বিষয়ে পড়শী বলেন—‘ভালো গল্প ও চরিত্র পেলে অ'ভিনয় করব। কিন্তু অ'ভিনয়ের জন্য প্রতিদিন ক্যামেরার সামনে দাঁড়াব- এমন কথা দিতে পারছি না। আমি গানের ভুবনে থাকতে চাই। কারণ গানই আমা'র প্রা'ণ।’