কাজের মে'য়েকেও ছাড়ে নাই বাবা, চিরকুট লিখে বিশ্ববিদ্যালয় ছা'ত্রীর আত্মহ'ত্যা
রাজধানীর উত্তরায় দক্ষিণখান মোল্লারটেক এলাকায় একটি ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক তরুণীর আত্মহ'ত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই তরুণীর একটি সুই'সাইড নোট উ'দ্ধার করেছে দক্ষিণখান থা'না পু'লিশ। যেখানে তার মৃ'ত্যুর জন্য বাবাকে দায়ী করে গেছেন।
জানা গেছে, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন ওই তরুণী। তিনি বাবা-মা'র সঙ্গে ওই ভবনের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। ভবনটিতে তাঁদের একটি নিজস্ব ফ্ল্যাট রয়েছে। স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আ'হত হোন ওই তরুণী। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে একটি স্থানীয় হাসপাতা'লে এবং পরে পঙ্গু হাসপাতা'লে নিয়ে গেলে বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃ'ত ঘোষণা করেন।
এদিকে উ'দ্ধার করা ওই চিরকুটে লেখা রয়েছে, ‘আমা'র মৃ'ত্যুর জন্য আমা'র বাবা দায়ী। একটা ঘরে পশুর সাথে থাকা যায়। কিন্তু অমানুষের সাথে না। একজন অ'ত্যাচারী রেপিস্ট যে কাজের মে'য়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা।’
নিলয় নামে সানজানার বন্ধু বলেন, ‘ওর বাবা ওকে প্রায়ই মা'রধর করত। মা'রধরের কারণে মাঝে মাঝে সে ক্লাসে আসতে পারত না। ওর হাত ও শরীরে মা'রের দাগ রয়েছে।’
ওই তরুণীর মা বলেন, ‘ওর বাবা দুটি বিয়ে করেছে। এ নিয়ে আমাদের পরিবারে অশান্তি লেগেই ছিল। একপর্যায়ে তার বাবার অ'ত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে আমা'র মে'য়ে আত্মহ'ত্যা করেছে। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণখান থা'নার পরিদর্শক (ত'দন্ত) মো. আজিজুল হক মিঞা বলেন, ‘খবর পেয়ে ওই ছা'ত্রীর ম'রদেহ উ'দ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ওই ছা'ত্রীর হাতে লেখা একটি চিরকুটও উ'দ্ধার করা হয়েছে।’
পরিদর্শক আজিজুল বলেন, ‘ম'রদেহ ময়নাত'দন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতা'লের ম'র্গে পাঠানো হবে। আত্মহ'ত্যায় প্র'রোচনার অ'ভিযোগে একটি মা'মলা প্রক্রিয়াধীন।’