হবু স্ত্রী' পরীক্ষায় ফেল করলে বিয়ে পিছিয়ে যাবে, শ'ঙ্কায় স্কুলে আ'গুন ধরিয়ে দিলো স্বামী
এবার হবু বউয়ের স্কুলে আ'গুন দেয়ার অ'ভিযোগে মিসরে এক যুবককে গ্রে'ফতার করা হয়েছে। চলতি বছরের পরীক্ষায় তার বাগদত্তা পাস করবে না বলে জানার পর ২১ বছরের ওই যুবক স্কুলের কন্ট্রোল রুমে আ'গুন ধরিয়ে দেন। গতকাল শনিবার ২৭ আগস্ট পু'লিশের বরাত দিয়ে মিসরের স্থানীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সেই প্রতিবেদনে বলা হয়, ওই যুবককে চারদিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখনো ত'দন্ত শুরু হয়নি। দেশটির প্রসিকিউটর জেনারেল বলেছেন, অ'ভিযু'ক্ত যুবককে মিসরের রাজধানী কায়রোর উত্তরাঞ্চলের মেনোফিয়া প্রদেশ থেকে গ্রে'ফতার করা হয়েছে।
ওই যুবক স্বীকারোক্তিতে বলেছেন, চলতি বছরের পরীক্ষায় তার হবু বউ পাস করবে না বলে জানতে পেরেছেন তিনি। পরীক্ষায় পাস না করলে তাদের বিয়ে পিছিয়ে যাবে। আর এ জন্য আরও এক বছর অ'পেক্ষা করতে হবে তাকে। বিষয়টি মেনে নিতে না পারায় তিনি স্কুলে আ'গুন ধরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন।