আমি একজন সহ'জ-সরল মে'য়ে: সামিরা মাহি
তারকাবহুল নাট'ক ‘চির কুমা'র সংঘ’। নাম, প্রে'ম বঞ্চিত একটি কলোনির যুবকদের মজার কাহিনি নিয়ে প্রায় ১৫ বছর আগে নির্মাণ করা এ নাট'কটি তরুণ প্রজন্মের হৃদয়ে এখনো গেঁথে রয়েছে। সিডির ক্যাসেটের সময়ে ব্যবসা সফল হয় নাট'কটি।
নতুন খবর হচ্ছে, নতুন করে নাট'কটির ২০২২ সংস্করণ করা হয়েছে। আর এই সংস্করণে যু'ক্ত হয়েছেন তরুণ প্রজন্মের ক্রেজ অ'ভিনেত্রী সামিরা খান মাহি।
এই অ'ভিনেত্রী নাট'কটির বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, “নাট'কটির গল্প স'ম্পর্কে এখনই কিছু বলতে চাচ্ছি না আমি। এটা দর্শকদের জন্য চ'মক হিসেবে থাকুক। এতে আমি একজন সহ'জ সরল মে'য়ে। মূলত মে'য়েটি ওই গ্রামে থাকে না, সেখানে বেড়াতে আসে। এই একজন মে'য়ের পেছনে সবাই ছুটে বেড়ায়। তাকে পটানোর জন্য অনেক চেষ্টা করে এলাকার চিরকুমা'ররা।”
মাহি আরও বলেন, “ইতোমধ্যে এই নাট'কের শুটিং শেষ হয়েছে। এতে এবারই প্রথম যু'ক্ত হলাম আমি। আশা করি দর্শকরা অনেক উপভোগ করবেন।”
‘চির কুমা'র সংঘ-২০২২’ সংস্করণে সামিরা খান মাহি ছাড়াও আরও অ'ভিনয় করেছেন হাসান মাসুদ, সোহেল খান, সিদ্দিকুর রহমান, জামিল হোসেন, কচি খন্দকার প্রমুখ।
মোস্তফা কামাল রাজ পরিচালিত এ নাট'কটি আসন্ন ঈদুল আযহায় ‘সিনেমা'ওয়ালা’র ইউটিউব চ্যানেলে দেখতে দেখা যাবে।