ছে'লে একটু তাকালেই পরীমণি খুশিতে চি'ৎকার দিয়ে ওঠে: রাজ

গত ১০ আগস্ট (বুধবার) রাজধানীর এভা'রকেয়ার হাসপাতা'লে এক ফুটফুটে ছে'লের জন্ম দিয়েছেন জনপ্রিয় নায়িকা পরীমণি। হালের ক্রেজ শরিফুল রাজ-পরীমণি দম্পতির প্রথম সন্তানের নাম রাখা হয়েছে শাহীম মুহাম্ম'দ রাজ্য।

চিকিৎসকের পরাম'র্শে টানা ৫ দিন হাসপাতা'লে থেকে অবশেষে বাসায় ফিরেছেন পরীমণি ও তার সন্তান। জানা যায়, সোমবার (১৫ আগস্ট) বিকেলে তাদের বাসায় আনা হয়েছে। বর্তমানে মা-ছে'লে দুজনই সুস্থ ও ভালো আছে। চিকিৎসকের পরাম'র্শে মাঝেমধ্যে হাসপাতা'লে গিয়ে রুটিন চেকআপ করতে হবে। তবে বাসায় আপাতত বিশ্রামে থাকা লাগবে পরীমণির।

জানা গেছে, বাসায় সারা দিন ছে'লের সঙ্গেই সময় কা'টায় পরীমনি। রাজ বলেন, ‘বিছানায় শুয়ে ছে'লের সঙ্গে সারাক্ষণ খেলে পরী। মাঝেমধ্যে ছে'লেকে রাজ্য রাজ্য বলে ডাকতে থাকে। ছে'লে পরীর দিকে একটু তাকালেই পরীর যেন মা'থা খা'রাপ হয়ে যায়। সে যে কী' খুশি হয়, চি'ৎকার দিয়ে ওঠে। এই দৃশ্য না দেখলে কাউকে বোঝানো যাবে না। তা ছাড়া সন্তান জন্ম দেওয়ার পর মায়ের এক্সসাইটমেন্ট অনেক বেশি থাকে, সেটি পরীকে দেখে বুঝতে পারছি।’

রাজ আরও বলেন, ‘এত খুশি, এত আনন্দে পরীকে আগে কখনো দেখিনি। রাজ্যকে পেয়ে যেন সারা রাজ্যের আনন্দ-খুশি পরীর চোখেমুখে। কারণ, অনেকগুলো মাস তাকে ক'ষ্ট করতে হয়েছে। আমা'র কাছে মনে হয়, পরী তার জীবনের সেরা সময় পার করছে।’

এই অ'ভিনেতা জানান, ছে'লেকে নিয়ে পরীর যেন দিনরাত শেষ হয় না। এখন থেকেই ছে'লেকে নিয়ে তাঁর ভাবনা শুরু হয়ে গেছে। তিনি বলেন, ‘কোন স্কুলে ছে'লেকে পড়াবে, কী'ভাবে বড় করবে, ছে'লেকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে যাবে, সারাক্ষণ আমাকে বলতেই থাকে। আমি মন দিয়ে পরীর কথা শুনি। হাসতে হাসতে আজ পরী আমাকে বলেছে, “আম'রা আগে দুজন ছিলাম, এখন তিনজন। আমাদের সংসার বড় হয়ে গেল।” হা হা হা…।’

উল্লেখ্য, ‘গুণিন’ সিনেমা'র শুটিংয়ের সময় প্রে'মের স'ম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। আর মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেন তারা। এ ঘটনা ঘটে ২০২১ সালে। ওই বছরের অক্টোবরে বিয়ে করলেও খবরটি চলতি বছরের ১০ জানুয়ারি হঠাৎ জানিয়েছেন পরীমণি। একইসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই চিত্রতারকা।

জানা যায়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমণি। চলতি বছরের শুরুতেই পরী জানিছেন, কন্যাসন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্রসন্তান হলে রাজ্য। তবে সন্তানের পুরো নাম জানান ছবি প্রকাশ করে।

Back to top button
error: Alert: Content is protected !!